বাংলাহান্ট ডেস্কঃ রবিবার ভারতীয় সময় মধ্যরাতে পর্তুগালের রাজধানী লিসবনে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে মুখোমুখি হয়েছিল বায়ার্ন মিউনিখ এবং পিএসজি। দুই দলকে ছাপিয়ে রবিবার রাতের এই লড়াই পৌঁছে গিয়েছিল ব্রাজিল তারকা নেইমার বনাম বায়ার্ন মিউনিখের তরুণ তারকা লেয়নডস্কির মধ্যে।
এই দুই বিশ্বসেরা ক্লাবের লড়াইয়ে শেষ পর্যন্ত পিএসজিকে 1-0 গোলে হারিয়ে ইউরোপ সেরা হয়ে গেল বায়ার্ন মিউনিখ। এইদিন খেলা শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবলে মেতে ওঠে দুই দল। একে অপরকে আক্রমণ প্রতিআক্রমনে ম্যাচের শুরু থেকেই খেলা একেবারে জমে ওঠে। কিন্তু ম্যাচের প্রথমার্ধে কোন গোল করতে পারেনি কোন দলই।
এইদিন ম্যাচের শুরু থেকে একাধিক গোলের সুযোগ পান পিএসসির তারকা নেইমার, এমবাপেরা। কিন্তু সুযোগ পেলও তারা শেষ পর্যন্ত আটকে যান বায়ার্ন মিউনিখের গোলরক্ষক ম্যানুয়েল ন্যয়ারের কাছে। একাধিক শট গোলে রাখলেও সেই গুলি নির্দ্বিধায় বাঁচিয়ে দেন বায়ার্ন গোলরক্ষক। এর ফলে ম্যাচের প্রথমার্ধে গোলশূন্যভাবে শেষ হয়। দ্বিতীয়ার্ধ শুরু হওয়ার কয়েক মিনিটের মাথায় অর্থাৎ ম্যাচের বয়স যখন 59 মিনিট তখন পিএসজির রক্ষণের ভুল থেকে পিএসজির জালে বল জড়িয়ে দেন বায়ার্নের কিংসলে কোমান। শেষ পর্যন্ত অনেক চেষ্টা করেও গোল পরিশোধ করতে পারেনি পিএসজি। এর ফলে প্রথমবার ফাইনালে উঠলেও বায়ার্নের কাছে 1-0 গোলে হেরে স্বপ্নভঙ্গ হল নেইমারদের। ষষ্ঠবারের জন্য চ্যাম্পিয়ন্স লিগ জিতে নিল বায়ার্ন মিউনিখ।