দাউদ ইব্রাহিমের ঘনিষ্ঠদের উদ্দেশ্যে তল্লাশি অভিযান এনআইএ-র! 20 টির বেশি স্থানে চালানো হলো অভিযান

আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের বিরুদ্ধে তল্লাশি অভিযান বহুকাল ধরে চালিয়ে আসছে এনআইএ আর এবার দাউদের ঘনিষ্ঠ ব্যক্তিদের বিরুদ্ধে একটি বড় পদক্ষেপ নিল তারা। জানা গিয়েছে, মুম্বইয়ের 20 টি জায়গায় বর্তমানে তল্লাশি চালানো হয়েছে। এছাড়াও মাদক এবং ড্রাগ মাফিয়াদের বিরুদ্ধে তল্লাশি চালিয়েছে জাতীয় গোয়েন্দা সংস্থা। মুম্বইয়ের বান্দ্রা, সান্তাক্রুজ এবং গোরেগাঁও-এর মত স্থানে এদিন তল্লাশি চালায় তারা, যেসব অঞ্চলগুলি দাউদের ঘনিষ্ঠদের বলে জানা গিয়েছে।

এদিন সরাসরি তথ্য দিয়ে এনআইএ জানিয়েছে, “আমরা মুম্বইয়ের বহু জায়গায় আজ দাউদ ইব্রাহিমের ঘনিষ্ঠদের বিরুদ্ধে অভিযান চালিয়েছি।” বলে রাখা ভালো, 2022 সালের ফেব্রুয়ারি মাসে মুম্বইয়ের বেশ কয়েক জন মাদক এবং ড্রাগ ডিলারদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয় এবং এবার তাদের উদ্দেশ্যে আরো একবার অভিযান চালানো হলো। অতীতেও আন্ডারওয়ার্ল্ডের বিভিন্ন কার্যকলাপ, বেআইনি ড্রাগ চালান এবং হাওয়ালার মাধ্যমে এসব লেনদেনের তদন্তে তল্লাশি চালায় তারা। তবে এবারের এই অভিযান বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

সম্প্রতি, মহারাষ্ট্রের সংখ্যালঘু কল্যাণ মন্ত্রী এবং রাষ্ট্রবাদী কংগ্রেস দলের মুখপাত্র নবাব মালিককে দাউদ ইব্রাহিমের সঙ্গে যোগাযোগের অপরাধে গ্রেফতার করে ইডি। সেই সময় তাঁর বিরুদ্ধে দাউদ ইব্রাহিমের বোনের কাছ থেকে জমি কেনা সংক্রান্ত অভিযোগ ওঠে এবং সেই কারণে ইডির জিজ্ঞাসাবাদের মুখে পড়েন নবাব।

1993 সালের মুম্বই বোমা বিস্ফোরণে মূল ষড়যন্ত্রকারী হিসেবে প্রথম দাউদ ইব্রাহিমের নাম উঠে আসে। এরপর থেকেই তার উদ্দেশ্যে তল্লাশি চালিয়ে চলেছে ভারত।এমনকি দাউদের বিরুদ্ধে 192 কোটি টাকার মতো পুরস্কারও ঘোষণা করা হয়। তবে, অনেকের মতে বর্তমানে দাউদ পাকিস্তানে আত্মগোপন করে রয়েছে।


Sayan Das

সম্পর্কিত খবর