অর্জুন সিংয়ের বাড়ির সামনে বোমাবাজি করার ঘটনায় অ্যাকশনে NIA, গ্রেফতার ২

বাংলাহান্ট ডেস্কঃ বিজেপি সাংসদ অর্জুন সিং-র (arjun singh) বাড়ির সামনে বোমাবাজির ঘটনায় ২ জনকে গ্রেফতার করল NIA। ভাটপাড়া থেকেই গ্রেফতার করা হয় রাহুল কুমার এবং বাদল বাসফোরকে। ঘটনায় কিছুটা চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।

গত ৮ ই সেপ্টেম্বর সিআরপিএফ (CRPF) পাহাড়ায় থাকা সত্ত্বেও, বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের বাড়ি লক্ষ্য করে বোমা ছুঁড়ে পালায় দুস্কৃতীরা। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। তবে এই ঘটনায় তৃণমূলের দিকে অভিযোগের আঙ্গুল তুলেছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

Arjun Singh1

ঘটনার সময়ে দিল্লীতে ছিলেন বিজেপি সাংসদ অর্জুন সিং। সেই সময় ঘটনার দিন অর্থাৎ বুধবার সকাল ৬ টা বেজে ৩২ মিনিট নাগাদ তাঁর বাড়ির গেটে বোমা ছুঁড়ে পালায় দুস্কৃতীরা। ছোঁড়া হয় পর পর ৩ টি বোমা। অল্পের জন্য রক্ষা পেয়ে যায় সিআরপিএফের বাঙ্কার। তবে কেন্দ্রীয় নিরাপত্তার উপস্থিতিতে কিভাবে এই ঘটনা ঘটল, তা নিয়ে নানা প্রশ্ন উঠেছিল। যার কারণে সাংসদের নিরাপত্তার বিষয়েও উঠেছিল প্রশ্ন।

জগদ্দল থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছিল। সাংসদের বাড়ি লক্ষ্য করে এমন ঘটনার জন্য শাসক দলের দিকে আঙ্গুল তুললেও, বিজেপির গোষ্ঠী কোন্দলকেই আবার দায়ী করেছিল তৃণমূল শিবির। যদিও ঘটনার সময়ে সাংসদ বাড়িতে উপস্থিত ছিলেন না।

nia file 0 647x363 1

পরবর্তীতে এই ঘটনার তদন্ত ভার নেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা NIA। এবার এই ঘটনায় দুজনকে গ্রেফতার করলেন NIA আধিকারিকরা। ভাটপাড়া থেকেই গ্রেফতার করা ওই দুই ব্যক্তির নাম রাহুল কুমার এবং বাদল বাসফোর।

Smita Hari

সম্পর্কিত খবর