বাংলা হান্ট ডেস্কঃ বুধবার রাষ্ট্রীয় তদন্তকারী সংস্থা (NIA) ইসলামিক স্টেট (Islamic States) এর একটি মডিউলের পর্দাফাঁস করে দুই সদস্য আহমেদ আবদুল ক্যাডের আর ইরফান নাসিরকে গ্রেফতার করে। এজেন্সি জানায় যে, ২০১৩ থেকে ১৪ এরমধ্যে কমপক্ষে ১৩ থেকে ১৪ জন ব্যাঙ্গালুরু থেকে ইরাক আর সিরিয়া গিয়েছে। এজেন্সি জানায় যে, সম্ভবত তাঁদের মধ্যে দুজন আইএস এর হয়ে লড়াই করার সময় মারা গিয়েছে। আর বেশ কয়েকজন ২০১৪ সালেই ফেরত চলে আসে ভারতে। তাঁদের মধ্যে অনেকেই এখনো পলাতক।
আইএস ২০১৪ সালে ইরাক আর সিরিয়ায় হামলা করে। ইরাক ২০১৭ সালে এই জঙ্গি সংগঠনের বিরুদ্ধে জয় হাসিল করার ঘোষণা করে। মার্চ ২০১৯ এ সিরিয়ায় আমেরিকান সেনা জানায় যে তাঁরা সিরিয়াতে ঘাঁটি গেঁড়ে বসে থাকা জঙ্গি সংগঠনকে সাফ করে দিয়েছে।
এজেন্সি জানায়, এনআইএ মডিউলের সমস্ত সদস্যকে চিহ্নিত করেছে আর তাঁদের বিষয়ে তদন্ত করা হচ্ছে যারা এদের গতিবিধির সাথে যোগাযোগে ছিল। এজেন্সি জানায়, আইএস মডিউল থেকে যারা ব্যাঙ্গালুরু ফিরে এসেছিল, তাঁদের জীবনের উপর থেকে সবরকম মোহভঙ্গ হয়ে গিয়েছিল।
গ্রেফতার হওয়া আব্দুল আহমেদ আবদুল ক্যাডের একটি ব্যাঙ্কে কাজ করত। সে একজন বাণিজ্য বিশ্লেষক হিসেবে ব্যাঙ্কে কাজ করত। আর নাসির নিজের পরিবারের ব্যবসা চালাত। উভয়ের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে যে তারা মডিউলটির বেশিরভাগ সদস্যকেই কট্টরপন্থী করে তুলেছে এবং এর কমপক্ষে পাঁচ সদস্যের বিদেশ যাত্রার জন্য অর্থের ব্যবস্থা করেছে। আরেকটি বড় ২২ সদস্যের মডিউল কেরলের কাসরগোড আর পলক্কড় জেলা থেকে ইরাক আর সিরিয়া গিয়েছিল। এটিই ভারত থেকে এই দেশ গুলোর যাত্রা করা সবথেকে বড় সংগঠন ছিল।
‘ভারত আজ পর্যন্ত অলিম্পিকে সোনা পায়নি …’ ভরা মঞ্চে বেফাঁস মমতা