মার্কিন মুলুকে বসেই সেড়ে ফেললেন প্রথম করবা চৌথ

বাংলা হান্ট ডেস্ক: বিয়ের পর প্রথম করবা চৌথ, সব ভারতীয় নারির কাছেই অন্য এক অনুভুতি। আর বিয়ের পর দেশি গার্ল প্রিয়াঙ্কার এই প্রথম করবা চৌথ। তাই অন্যরকম হবে না, তা কি হয়? তবে প্রথম করবা চৌথ ভারতে বসে নয়, মার্কিন মুলুকের সান দিয়েগোতে বসেই পালন করেন প্রিয়াঙ্কা চোপড়া।

 

স্বামীর মঙ্গল কামনায় প্রিয়াঙ্কা যখন সেজেগুজে ছবি শেয়ার করেন, তখন নিকও কিন্তু পিছিয়ে নেই। প্রিয়াঙ্কার সঙ্গে সেলফি তুলে, তিনি সেই ছবি নিজের সোশ্যাল হ্যান্ডেলে শেয়ার করেন। যেখানে নিক-প্রিয়াঙ্কাকে দেখা যায় এক্কেবারে অন্যরকম মুডে।

https://www.instagram.com/p/B3vuHKQjWaL/?utm_source=ig_web_copy_link

ছবিতে দেখা যচ্ছে, লাল শাড়িতে সেজেগুজে, হাতে লাল রঙের চুড়ি পরে নিককে মুখ ভেঙাতে শুরু করেন প্রিয়াঙ্কা। ওই ছবিতে নিক লেখেন, তাঁর স্ত্রী ভারতীয় এবং হিন্দু। ভারতীয় সংস্কৃতি সম্পর্কে অনেক কিছুই নিক এখন প্রিয়াঙ্কার কাছ থেকে শিখতে শুরু করেছেন। ফলে, প্রিয়াঙ্কার সঙ্গে প্রত্যেকে করবা চৌথের শুভেচ্ছাও জানান মার্কিন পপ তারকা নিক জোনাস। হাবির সঙ্গে ছবি তুলে, নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে সেই ছবি শেয়ার করেন বলিউড অভিনেত্রী।

https://www.instagram.com/p/B3vWt_PJ9HX/?utm_source=ig_web_copy_link

https://www.instagram.com/p/B3vpauYpr0j/?utm_source=ig_web_copy_link

এদিকে স্বামী নিক জোনাসের সঙ্গে করবা চৌথের ছবি শেয়ার করার পর বন্ধুদের সঙ্গেও নতুন ছবি শেয়ার করেন ‘দ্য স্কাই ইস পিঙ্ক’-এর অভিনেত্রী। সম্প্রতি মুক্তি পেয়েছে প্রিয়াঙ্কা চোপড়ার নতুন সিনেমা ‘দ্য স্কাই ইস পিঙ্ক’। এই সিনেমায় প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে রয়েছেন ফারহান আখতার, জায়রা ওয়াসিম এবং রোহিত শরফ। বিয়ের পর পরিচালক সোনালি বোসের এই সিনেমা দিয়েই বলিউডে ডেবিউ করেন প্রিয়াঙ্কা।

সম্পর্কিত খবর