জন্মের পরপরই নিক-প্রিয়াঙ্কার সদ‍্যোজাতের ছবি ফাঁস সোশ‍্যাল মিডিয়ায়?

বাংলাহান্ট ডেস্ক: মা হওয়ার সুখবর দেওয়ার পর থেকেই চর্চায় রয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া (priyanka chopra)। ২২ জানুয়ারি মধ‍্যরাতে সোশ‍্যাল মিডিয়ায় খবরটি সকলের সঙ্গে শেয়ার করেন অভিনেত্রী। ৩৯ বছর বয়সে সারোগেসির মাধ‍্যমে মা হয়েছেন প্রিয়াঙ্কা। এর জন‍্যও অবশ‍্য তাঁকে ট্রোল হতে হয়েছে। এর মাঝেই নেটদুনিয়ায় ভাইরাল হল নিক প্রিয়াঙ্কার সন্তানের প্রথম ছবি!

সোশ‍্যাল মিডিয়ায় বিবৃতি দিয়ে মা সন্তান আগমনের খবর জানালেও নবজাতক মেয়ে নাকি ছেলে তা জানাননি অভিনেত্রী। যদিও সংবাদ মাধ‍্যমের তরফে দাবি করা হচ্ছে, পুত্রসন্তানের মা হয়েছেন তিনি। নেটপাড়ায় এক শিশুর ছবিও ভাইরাল হয়েছে নিক প্রিয়াঙ্কার সঙ্গে, যাকে জুটির সদ‍্যোজাত সন্তান বলে দাবি করা হচ্ছে।

priyanka nick 1582774580
কিন্তু সত‍্যিটা কী? আদৌ কি এই খুদে ‘নিকিয়াঙ্কা’র সন্তান? উত্তর হল, না। এই খুদের নাম কৃষ্ণা স্কাই সারকিসিয়ান। সম্পর্কে প্রিয়াঙ্কা তার মাসি। অভিনেত্রীর তুতো বোন দিব‍্যা জ‍্যোতির মেয়ে হল কৃষ্ণা। সোশ‍্যাল মিডিয়ায় খুদেকে কোলে নিয়ে প্রিয়াঙ্কা ও নিকের ছবি আগেও ভাইরাল হয়েছিল।

উপরন্তু প্রিয়াঙ্কা ও নিকের সন্তান বলে যে ছবিগুলি ভাইরাল হচ্ছে সেগুলো যে ভুয়ো তার আরো প্রমাণ রয়েছে। সম্প্রতি জানা গিয়েছে, নিক প্রিয়াঙ্কার সন্তান জন্ম নেওয়ার কথা ছিল আগামী এপ্রিল মাসে। সেই হিসাবেই সব পরিকল্পনা চলছিল তলে তলে। কিন্তু সারোগেট মা জানুয়ারিতেই জন্ম দেন সন্তানকে। সূত্রের খবর বলছে, চিকিৎসকরা যে ডেলিভারির তারিখ দিয়েছিলেন তার প্রায় ১২ সপ্তাহ আগেই ভূমিষ্ঠ হয়েছে নবজাতক।

https://www.instagram.com/p/BpfjQJinCTD/?utm_medium=copy_link

তাই এখনি মেয়েকে বাড়িতে আনতে পারবেন না নিক প্রিয়াঙ্কা। আপাতত সারোগেট মায়ের সঙ্গে হাসপাতালেই থাকবে খুদে। তাই এখনি সন্তানের কোনো ছবিই প্রকাশ‍্যে আনা সম্ভব নয় নিক প্রিয়াঙ্কার জন‍্য। জানা যাচ্ছে, প্রথমে নিজেই সন্তান ধারনের কথা ভাবলেও পরে পিছিয়ে আসেন অভিনেত্রী।

কারণ তাঁর বয়স এখন চল্লিশের একদম কাছাকাছি। সন্তান ধারনে কোনো সমস‍্যা না থাকলেও পরবর্তীতে যদি কোনো ঝুঁকি থাকে, সেই চিন্তা করেই নাকি সারোগেসির সিদ্ধান্ত নেন নিক প্রিয়াঙ্কা।

Niranjana Nag

সম্পর্কিত খবর