বাংলাহান্ট ডেস্ক: ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো (Nicolas Maduro) ও তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে এক রুদ্ধশ্বাস অভিযানে আটকের ঘটনায় উত্তপ্ত আন্তর্জাতিক রাজনীতি। মার্কিন যুক্তরাষ্ট্রের একটি বিশেষ সামরিক অপারেশনে স্থানীয় সময় শুক্রবার গভীর রাতে প্রেসিডেন্সিয়াল প্রাসাদের কঠোর নিরাপত্তা ভেদ করে তাঁদের গ্রেফতার করে নিউ ইয়র্কে নিয়ে যাওয়া হয়েছে বলে মার্কিন সূত্রগুলি দাবি করেছে। মাদুরোকে সরাসরি নিউ ইয়র্কের ড্রাগ এনফোর্সমেন্ট এজেন্সির (ডিইএ) অফিসে হাজির করা হয় এবং সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে তাঁকে মার্কিন নিরাপত্তা রক্ষীদের ঘিরে শান্তভাবে হাঁটতে দেখা গেছে।
মার্কিন সেনার হাতে আটক হওয়ার পর প্রথম মুখ খুললেন মাদুরো (Nicolas Maduro):
ভিডিওতে দেখা যায়, ডিইএ অফিসে প্রবেশের সময় মাদুরো উপস্থিত ব্যক্তিদের উদ্দেশ্যে ‘গুড নাইট, হ্যাপি নিউ ইয়ার’ বলেন, যা তাঁর গ্রেফতারের পর প্রথম প্রকাশ্য মন্তব্য বলে বিবেচিত হচ্ছে। এই ঘটনা ভেনেজুয়েলার অভ্যন্তরে এবং আন্তর্জাতিক অঙ্গনে সমর্থক ও বিরোধী উভয় শিবিরে তীব্র প্রতিক্রিয়া ও উত্তেজনার সৃষ্টি করেছে।
আরও পড়ুন: ভেনেজুয়েলায় মার্কিন আগ্রাসন! ভারতীয়দের উদ্দেশ্যে কী নির্দেশ দিল কেন্দ্র?
হোয়াইট হাউসের পক্ষ থেকে এই পদক্ষেপকে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা রক্ষা এবং আন্তর্জাতিক মাদক চক্রান্দোলন বিরোধী লড়াইয়ের একটি অপরিহার্য অধ্যায় হিসেবে বর্ণনা করা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই অভিযানের প্রশংসা করে একে ‘টিভি শো’য়ের সঙ্গে তুলনা করেছেন। তাঁর দাবি, “গতকাল আমেরিকা যা করেছে, বিশ্বের আর কোনো দেশ তা পারেনি। এটি ছিল একটি সাহসী ও নজিরবিহীন অভিযান।” হোয়াইট হাউসের বক্তব্য অনুযায়ী, এই পদক্ষেপ যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ও আন্তর্জাতিক মাদক চক্রের বিরুদ্ধে লড়াইয়ের একটি অংশ।
‘GOOD NIGHT HAPPY NEW YEAR’ MADURO 1ST WORDS AT NYC DEA pic.twitter.com/mvCIjOWiXi
— RT (@RT_com) January 4, 2026













