বাংলা হান্ট ডেস্ক : দেশের আর্থিক বেহাল দশার মধ্যেই সুখবর, গত কয়েক মাসের হিসেবের নিরিখেই সেনসেক্স পৌঁছল সর্বোচ্চ উচ্চতায়। কয়েক মাসে যে শেয়ার বাজারে ধস নেমেছিল তা কিছুটা হলেও উন্নতি হল। যদিও নভেম্বরের শুরু থেকেই শেয়ার বাজারে পারদ অনেকটাই চড়েছে।
তাই বুধবার বাজার খোলার সঙ্গে সঙ্গে একাধিক কোম্পানির শেয়ার বেড়েছে তার সঙ্গে চাঙ্গা হয়েছে নিফটি। সেনসেক্সের পয়েন্ট পৌঁছল। যদিও মঙ্গলবার সেনসেক্সের পয়েন্ট অনেকটাই বেড়েছিল কিন্তু তার তুলনায় বুধবার বাজারে সেনসেক্স অনেকটাই বেড়েছে। যদিও টাকার দাম অনেকটাই কমেছে, তবে বুধবার যে শেয়ার বাজারের পারদ চড়বে তা মোটেও বুঝতে পারেনি ব্যবসায়ীরা , তাই জ্বালানি তেল, গ্যাস শক্তি স্বাস্থ্য ও শিল্প সহ বেশ কয়েকটি ক্ষেত্রে শেয়ারের পারদ চড়েছে।
অন্যদিকে যে রিলায়েন্স ইন্ডাস্ট্রি এতদিন ক্ষতির মুখ দেখেছিল সেখানেও পারদ চড়েছে চার শতাংশ এ ছাড়াও অন্যান্য টেলিকম সংস্থাগুলির মধ্যে রিলায়েন্স জিও ভারতী এয়ারটেল পাশাপাশি মারুতি টিসিএস এবং ইন্ডাস ব্যাংকের শেয়ারের দাম বেড়েছে। শেয়ার বাজারে