বাংলাহান্ট ডেস্ক: সদ্য মা হয়েছেন অভিনেত্রী সাংসদ নুসরত জাহান (nusrat jahan)। তার আগে ক্রমাগত একের পর এক ট্রোলের সম্মুখীন হতে হয়েছে তাঁকে। প্রথমে সন্তানসম্ভবা হওয়ার খবর ও তারপর নিখিল জৈনের (nikhil jain) সঙ্গে বিয়ে অস্বীকার। কার্যত নিজের বক্তব্যে নিজেই ফাঁপড়ে পড়ে গিয়েছিলেন নুসরত। অপরদিকে নেটিজেনদের একরকম ‘হিরো’ হয়ে উঠেছেন নিখিল জৈন।
যত দিন যাচ্ছে নিখিলের ইনস্টাগ্রামে ততই বাড়ছে অনুগামীর সংখ্যা। প্রতিটি ছবিতেই উপচে পড়ছে ভালবাসা, প্রশংসা। নিখিলের এই যুদ্ধ অনেকের কাছেই অনুপ্রেরণাদায়ক হয়ে উঠেছে। যেভাবে নিজেকে শক্ত রেখে লড়াই করছেন নিখিল তাতে মুগ্ধ নেটিজেনরা। উপরন্তু নুসরত ছেড়ে যাওয়ার পর তাঁর ব্যক্তিগত প্রেম জীবন নিয়েও নেটিজেনদের কৌতূহল দেখার মতো।
ত্রিধা চৌধুরী, রাইমা সেনের মতো অভিনেত্রীদের সঙ্গে নাম জড়িয়েছে নিখিলের। কিন্তু তিনি স্পষ্টই বলে দিয়েছেন তাঁরা কেবল ভাল বন্ধু। আপাতত নিজের ব্যবসার উন্নতি এবং নিজের শরীরচর্চার দিকে মন দিয়েছেন নিখিল। প্রায়শই তাঁর ইনস্টাগ্রামের দেওয়ালে বা স্টোরিতে চোখে পড়ে তার প্রমাণ। কিন্তু এবার নিখিলের ইনস্টা স্টোরিতে নজর রাখতেই চমকেছেন নেটিজেনরা।
নিজের নতুন ফটোশুটের ছবি শেয়ার করেছেন নিখিল। সেখানে একের পর এক চুম্বন ও হৃদয়ের ইমোজি, প্রেম প্রস্তাব। কার প্রেম নিবেদনে এত খুশি হলেন নিখিল যে সোজা নিজের ইনস্টা স্টোরিতে শেয়ার করে দিলেন তা? আসলে নুসরতের সঙ্গে বিয়ে বিতর্কের পরপরই কয়েকটি ফ্যানপেজ খোলা হয়েছে নিখিলের নামে। তাতে প্রায়ই তাঁর ছবি পোস্ট করা হয়। এবারেও করা হয়েছে তেমনটাই। ফ্যানপেজের ছবিই ফের নিজের ইনস্টা স্টোরিতে পোস্ট করেছেন নিখিল।
নুসরতের সন্তান জন্মের পর প্রকাশ্যেই শুভেচ্ছা জানিয়েছেন তাঁর প্রাক্তন ‘সহবাস সঙ্গী’। তিনি বলেন, “ওর সঙ্গে আমার মতের অমিল থাকতেই পারে। কিন্তু এই সময় সেটা গুরুত্ব পায় না। নবজাতক সুস্থ থাকুক এটাই কামনা করি। মা ও সুস্থ থাকুক।” তবে তাঁর সঙ্গে আর নুসরতের কোনো সম্পর্ক নেই। তাই সদ্যোজাতকে তিনি দেখতে যাবেন না বলেই জানিয়েছেন।