বাংলা হান্ট ডেস্কঃ একই পরিবারের মোট 9 জনের অস্বাভাবিক মৃত্যু আর তা ঘিরেই বর্তমানে উত্তেজনা ছড়িয়েছে গোটা এলাকায়। বর্তমানে এই ঘটনাটি উঠে এসেছে মহারাষ্ট্রের সাংলি জেলা থেকে। বিষ খেয়ে সকলে আত্মহত্যার পথ বেছে নিয়েছে বলে অনুমান করা হলেও কি কারণে এই চরম পরিণতি ঘটলো সমগ্র পরিবারের, সে বিষয়ে কোনো স্পষ্ট ধারণা মেলেনি।
ঘটনার কেন্দ্রস্থল মহারাষ্ট্রের সিংলা জেলার মহিষাল শহর। এদিন বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এলাকার একটি বাড়ি থেকে মোট নয়জনের মৃতদেহ উদ্ধার করা হয়। সূত্রের খবর, বাড়ির মালিক মানিক ভানমোরা একজন চিকিৎসক; তবে উদ্ধার করা নয়জনের মৃতদেহর মধ্যে বাড়ির মালিকও রয়েছেন কিনা, সে বিষয়ে এখনো পর্যন্ত জানাতে পারেনি পুলিশ।
সম্পূর্ণ ঘটনা প্রসঙ্গে পুলিশ ইন্সপেক্টর মনোজ কুমার লোহিয়া বলেন, “বাড়ি থেকে মোট নয়জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তাদের শরীরে কোনো রকম আঘাতের চিহ্ন আপাতত পাওয়া যায়নি; তাই আমাদের প্রাথমিক অনুমান, বিষক্রিয়ার ফলেই তাদের মৃত্যু হয়েছে।”
যদিও প্রতিটি মৃতদেহ বর্তমানে পোস্টমর্টেমের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে বলে খবর। ইতিমধ্যে ঘটনাটির পুঙ্খানুপুঙ্খ তদন্ত শুরু করেছে প্রশাসন। এক্ষেত্রে এটি আত্মহত্যার ঘটনা বলে মনে করা হলেও পরিবারের সকলে একসঙ্গে কি করে আত্মহত্যার পথ বেছে নিল, তা এখনো জানা যায়নি। ফলে তারা আত্মহত্যা করেছে নাকি অন্য কোনো ব্যক্তির দ্বারা তাদের খুন করা হয়েছে, সে বিষয়ে তদন্ত শুরু করে দিয়েছে পুলিশ।