নির্ভয়ার দোষীদের নাকি ফাঁসি হবে না , ফের বিতর্কিত মন্তব্য করলেন চার দোষীদের আইনজীবী এপি সিং

অবশেষে সোমবার দিল্লির পাতিয়ালা হাউস আদালত ফাঁসির তারিখ ঘোষণা করল।এবার হয়তও স্বস্তির নিশ্বাস ফেলবে নির্ভয়ার পরিবার। আগামি ৩ মার্চ সকাল ৬ টাতে তিহার জেলে চার আসামীকে ফাঁসি দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে । এর আগে অনেকবার তাদের ফাসির দিন পিছিয়ে গেছে সেই নিয়ে শোনা গেছে একাধিক কথা ।   ফাঁসির প্রক্রিয়াটি যাতে তাড়াতাড়ি শেষ হয় তার জন্য সুপ্রিম কোর্টের কাছে আর্জি জানিয়েছিল কেন্দ্র। এবার আগামি মাসে হতে চলেছে ফাঁসি।

ওই চার আসামীর আইনজীবী এপি সিং এদিন তিনি বলেন, “এটা লিখিত রাখুন, যে ৩ মার্চ কোনও ফাঁসি হচ্ছে না। আমি ক্লায়েন্টের সাথে দেখা করব। আমি সমস্ত আইনি বিকল্পগুলি নিয়ে আলোচনা করব এবং তারপরে তাদের পরিবার যা চায় তাই করবে। অনেক আইনি বিকল্প বাকি আছে। সব ব্যবহার করা হবে। আবারও রাষ্ট্রপতির কাছে একটি ক্ষমার আর্জি প্রেরণ করা হবে।”Delhi gang rape accused 630 1বিগত সাত বছর ধরে নির্ভয়ার দোষীদের বিচারের জন্য লড়াই করে চলেছেন এই আইনজীবী। তিনি এদিন এই রায়ের পর আবার বিতর্কিত মন্তব্য করে বসেন। এর আগেও তিনি একাধিক বার চেস্টা করে গেছেন এই ফাসি আটকানোর। আর তাতে সফল হয়েও গেছেন। এবার দেখা যাক কি হয়। চার ধর্ষক বিনয়, অক্ষয়, মুকেশ, পবন এই চারজন অবশেষে ৩ মার্চ ফাঁসির দড়িতে ঝুলানো হবে , এই খবরে আপাতত খুশি দেশবাসী । কিন্তু সেই দিন আবার যাতে কোনো সমস্যা না হয় সেই দিকেও কড়া নজর রাখা হবে বলে জানানো হয়েছে আদালত থেকে ।

এর আগেও অনেক বার পিছিয়ে গেছে ফাসির দিন , তবে এদিন নির্ভয়ার মা আশাদেবী জানিয়েছেন, “তৃতীয় বার মৃত্যুর পরোয়ানা জারি করাতে আমি খুব খুশি নই। আমরা অনেক লড়াই করেছি। তবে অবশেষে অপরাধীদের মৃত্যুর পরোয়ানা জারিতে আমি সন্তুষ্ট। আশা করি ৩ মার্চ দোষীদের ফাঁসি কার্যকর করা হবে” ।

 

সম্পর্কিত খবর