ফাঁসি নিয়ে অব্যাহত টালবাহানা, আদালতের বাইরে ধরনায় নির্ভয়ার মা

বাংলাহান্ট ডেস্ক: ফের পিছিয়ে গেল নির্ভয়া মামলার শুনানি। নির্ভয়ার এক দোষী পবন গুপ্তার জন্য কোনও আইনজীবীই মামলা লড়তে চাইছেন না। এই ‘অজুহাত’ দেখিয়ে ফের মামলা পিছিয়ে যায়। বুধবার দিল্লির এক আদালতে এই রায় শোনার পরেই কান্নায় ভেঙে পড়েন নির্ভয়ার মা আশাদেবী।

23343345

পাতিয়ালা হাউস কোর্টের সামনে ধরনায়ও বসেন নির্ভয়ার বাবা ও মা। তাঁদের সঙ্গে যোগ দেন সমাজকর্মী যোগিতা ভাওনা।

নির্ভয়ার দোষীদের মৃত্যুদন্ডের পরোয়ানা জারির নির্দেশ জারি করার আবেদন জানিয়ে আদালতে মামলা করেছে কেন্দ্র ও তিহার জেল কর্তৃপক্ষ। সেই মামলারই শুনানি চলছিল। শুনানি চলাকালীন দোষী পবন গুপ্তার বাবা জানান, তাঁর ছেলের হয়ে কোনও আইনজীবী মামলা লড়তে চাইছেন না। অ্যাডিশনাল সেশন জজ ধর্মেন্দ্র রানা মন্তব্য করেন, “দোষীদেরও মৃত্যুর আগে পর্যন্ত আইনি সহায়তা পাওয়ার অধিকার রয়েছে।”

https://twitter.com/xvreae/status/1226576696738041856?s=09

এরপরই মামলার শুনানি পিছিয়ে দেয় আদালত। কাল বৃহস্পতিবার ফের শুনানি দিন ধার্য হয়েছে। পবনের জন্য আইনজীবী নিয়োগেরও নির্দেশ দিয়েছে আদালত। তিহার কর্তৃপক্ষের কাছে ‘এমপ্যানেল্ড’ আইনজীবীদের তালিকাও চেয়েছে আদালত।

এই নির্দেশ শোনার পরেই আদালত ছেড়ে বেরিয়ে যান নির্ভয়ার মা। আশাদেবী বলেন, “দোষীরা ক্রমাগত আইনি ব্যবস্থার সুযোগ নিয়ে শাস্তির দিন বিলম্বিত করছে। এরপর পবন গুপ্তাকে আইনজীবী দেওয়া হলে তিনি কাগজপত্র পড়ার জন্য সময় চাইবেন। আমি বিশ্বাস হারিয়ে ফেলছি। আদালতেরও দোষীদের এই কৌশল বোঝা উচিত।” তিনি আরও বলেন, “গত এক বছর ধরে আমি আদালতের চক্কর কাটছি। আর অপেক্ষা করছি কবে দোষীদের আইনি সহায়তা পাওয়া শেষ হবে। আমারও কিছু আইনি অধিকার রয়েছে। আমি চাই দোষীদের মৃত্যু পরোয়ানা ফের জারি করা হোক।”


Niranjana Nag

সম্পর্কিত খবর