দোষীদের ক্ষমা করার আবেদনে আইনজীবীকে নির্ভয়ার মায়ের জবাব, ঈশ্বর এসে আবেদন করলেও ওদের ক্ষমা করব না!

বাংলা হান্ট ডেস্কঃ  নির্ভয়ার দোষীদেরকে ক্ষমা করে দিন, আইনজীবীর এমন কথায় ক্ষোভ উগড়ে দিলেন নির্ভয়ার মা। সাত বছর ধরে যে লড়াই চলছে, রাষ্ট্রপতিও যাদের প্রাণভিক্ষার আবেদন শোনেননি, তাঁদেরকে ক্ষমা করা কথা বলছেন কি করে? এমনটাই বলতে চাইলেন নির্ভয়ার মা আশা দেবী।

asha debi

সাত বছরের লড়াইয়ের ন্যায় বিচার দিয়েছে আদালত। এখন নির্ভয়ার মায়ের কাছে সুপ্রিম কোর্টের একজন আইনজীবী ইন্দিরা জয় সিং আবেদন জানিয়েছেন, দোষীদের ক্ষমা করে দেওয়ার জন্য। যাঁরা ওমন নৃশংস ঘটনার সঙ্গে জড়িত, জঘন্য অপরাধের জন্যা দোষী সাব্যস্ত, তাদের কিভাবে ক্ষমা করা যায়! নির্ভয়ার মা আইনজীবীর আবেদনে ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘ আপনারা পরিবারের কাউর সঙ্গে যদি নৃশংস এমন কিছু হলে, একই কথা বলতে পারতেন তো?’

আশা দেবী আরও সংযোজন করেন, ‘ইন্দিরা জয় সিং আমাকে এমন পরামর্শ দেওয়ার কে? গোটা দেশ নির্ভয়ার ৪ দোষীকে ফাঁসির দড়িতে ঝুলতে দেখতে চাইছে। এমন জঘন্য অপরাধের কোনও ক্ষমা হয় না। আমি মা, কখনই ওদের ক্ষমা করতে পারব না। ইন্দিরা জয় সিং তো ছাড়, ঈশ্বর নিজে এসে  আমার কাছে আবেদন করলেও ওই চারজনকে আমি ক্ষমা করতে পারব না।’

lawer

২২ জানুয়ারি ফাঁসির দিন ধার্য হয়েছিল নির্ভয়াকাণ্ডে মৃত্যুদণ্ড প্রাপ্ত ওই চার দোষীর। তবে তা পিছিয়ে এখন পয়ালা ফেব্রুয়ারি হয়েছে। গোটা দেশ সত্যিই দিনটির অপেক্ষায় রয়েছে, একজন মেয়েকে যেভাবে ধর্ষণ করে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, তার দোষীদের সাজা দেখার অপেক্ষায় গোটা দেশবাসী।  আর একজন আইনজীবী হয়ে এবং সর্বপোরি একজন মহিলা হয়ে কি করে ইন্দিরা জয় সিং দোষীদের ক্ষমা করার আবেদন করতে পারলেন, সেটাও আশ্চর্যের বিষয়!

সম্পর্কিত খবর