‘দাগি’ তালিকায় নির্মল ঘোষের পুত্রবধূর নাম, তালিকা দেখে কি বললেন পানিহাটির বিধায়ক

Published on:

Published on:

Nirmal Ghosh on SSC tainted list row says truth will come out

বাংলা হান্ট ডেস্কঃ এসএসসি (SSC) নিয়োগ দুর্নীতি মামলায় প্রকাশিত অযোগ্য প্রার্থীদের তালিকায় একের পর এক রাজনৈতিক নেতা সহ নেতাদের পরিবারের সদস্যদের নামও সামনে আসছে। বিধায়ক কাউন্সিলরের নামের পর এবার তালিকার ১২৬৯ নম্বরে জ্বলজ্বল করছে শম্পা ঘোষের নাম। শম্পা ঘোষ হলেন হলেন পানিহাটির তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের পুত্রবধূ। বিষয়টি প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে তুমুল রাজনৈতিক উত্তেজনা।

এসএসসির (SSC) অযোগ্যদের তালিকায় নির্মল ঘোষের পুত্রবধূর নাম

শনিবার এসএসসি (SSC) প্রকাশ করেছে ১৮০৪ জন অযোগ্য প্রার্থীর নামের তালিকা। সেই তালিকা মধ্যেই দেখা যায় শম্পা ঘোষের নাম। রাজনৈতিক মহলে প্রশ্ন উঠতে শুরু করে, কীভাবে বিধায়কের বৌমার নাম এই ‘দাগি’ তালিকায় এল? সাংবাদিকরা রবিবার মুখোমুখি হন নির্মল ঘোষের। বারবার প্রশ্ন ঘুরেফিরে আসে তাঁর পুত্রবধূর নাম নিয়ে। কিন্তু নির্মল ঘোষ স্পষ্ট ভাবে এই বিষয়ে কিছু বলেননি বলেই খবর সূত্রের।

নির্মল ঘোষ সাংবাদিকদের একটাই কথা বলেন যে, “আমার কাছে কোনও কাগজপত্র নেই। না দেখে কিছু বলতে পারব না। হাইকোর্ট-সুপ্রিম কোর্টের বিচারে সত্য সামনে আসবেই।” তাঁর বৌমার নাম তালিকায় থাকার বিষয়ে তিনি খোলসা করে কিছু বলতে চাননি। শুধু বারবার তিনি একই কথার পুনরাবৃত্তি করেছেন যে, তিনি কোনও মন্তব্য করবেন না, কারণ বিষয়টি আদালতে বিচারাধীন।

উল্লেখিত প্রসঙ্গে চাকরিহারা শিক্ষক চিন্ময় মণ্ডল বলেন, “এই নামগুলি আমরা আগেই জানতাম। বারবার বলেছিলাম বিকাশ ভবনে। চাইছিলাম যেন লিস্ট প্রকাশ করা হয়। তখন করল না, এখন পরীক্ষা চলার সময় তালিকা দিল। ফলে এরা পরীক্ষায় বসতে পারবে না, সেটা আমরা জানলাম। কিন্তু আমাদের চাকরি কি ফেরত আসবে?”

Nirmal Ghosh on SSC tainted list row says truth will come out

আরও পড়ুনঃ ‘সারা বছর তৃণমূলী, ভোটের সময় সনাতনী!’ প্রকাশ্যে মতুয়া-নমঃশূদ্রদের ‘অপমান’? মহুয়া মৈত্রর মন্তব্যে তুঙ্গে তরজা

এসএসসির (SSC) নিয়োগ দুর্নীতির অযোগ্যদের তালিকা প্রকাশ্যে আসায় একদিকে চাপের মুখে শাসকদল, অন্যদিকে ক্ষুব্ধ বঞ্চিতরা। রাজনৈতিক নেতা ও তাদের পরিবারের সদস্যদের নাম অযোগ্যদের তালিকায় উঠে আসায় আরও তীব্র হচ্ছে বিতর্ক। তবে সত্যিই কি সব দোষীদের নাম প্রকাশ পেল? নাকি আরও অনেক নাম লুকিয়ে রয়েছে তালিকার বাইরে? এই নিয়ে এখন শুরু হয়েছে চাপা গুঞ্জন।