দেশের আর্থিক মন্দার প্রভাব পড়েছে গাড়ি শিল্পের ওপর৷ গাড়ি শিল্পের বেহাল দশার কারণেই বিপর্যস্ত হয়েছে কর্মীদের জীবন৷ গাড়ি শিল্পে মন্দা দেখা দেওয়ার জন্যও এ বার অ্যাপ ক্যাব পরিষেবা সংস্থাগুলিকে দুষলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রীর নির্মলা সীতারমন৷ তিনি জানিয়েছেন বিএস সিক্স শ্রেণির গাড়ি বিক্রিতে ভাটা পড়ার কারণেই অটোমোবাইল শিল্পে ব্যাপক প্রভাব পড়েছে৷ ওলা উবেরের এত বাড় বাড়ন্ত এই জন্যই নাকি গাড়ি শিল্পের এমন হাল হয়েছে বলেও মত প্রকাশ করেছেন নির্মলা সীতারমন৷ গোটা দেশ জুড়ে এখন আর্থিক মন্দা চলছে, শেয়ার বাজারে ধস নেমেছে৷ ঠিক তেমনই লাগাতার হারে অটোমোবাইলের বৃদ্ধির হার তলানিতে নেমেছে৷
মঙ্গলবার অটোমোবাইল সেক্টরের বিপর্যয় নিয়েই কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে প্রশ্ন করা হলে তিনি মোদী সরকারের একশো দিনের কাজের প্রশংসা করে দুই বছর আগে অবধি অটোমোবাইল সেক্টরের অবস্থা বেশ ভালো ছিল বলে জানান এবং ভারত স্টেজ 5 আসার পর থেকেই গাড়ি শিল্পে তাঁর ব্যাপক প্রভাব পড়েছে বলেই মত প্রকাশ করেন তিনি৷ পাশাপাশি বর্তমান সমাজের অ্যাপ ক্যাবের উপর নির্ভরতার প্রসঙ্গ তুলে এ দিন অর্থমন্ত্রী জানান বর্তমানে গাড়ি কিনে ইএমআই দেওয়ার বদলে ওলা উবেরের মতো অ্যাপ নির্ভর ক্যাব পরিষেবা ব্যবহার করছেন সকলেই৷
Finance Minister Nirmala Sitharaman: Automobile industry is now affected by BS6 and the mindsets of millennial, who now prefer to have Ola or Uber rather than committing to buying an automobile pic.twitter.com/6KEecyopH3
— ANI (@ANI) September 10, 2019
কিন্তু অর্থমন্ত্রীর এই মন্তব্যের সঙ্গেই বিশেষজ্ঞরা আরও দুটি কারণ কে সংযোজিত করেছেন এই গাড়ি শিল্পের বেহাল দশার জন্য৷ বিশেষজ্ঞরা বলছেন মোট তিনটি কারণের কথা আর সেগুলি হল- 1. বিশ্বের বাজারে আর্থিক মন্দা, যার প্রভাব পড়ছে গাড়ি শিল্পে৷ 2. সরকারি গাড়ি প্রস্তুতকারী সংস্থাগুলির উপর অত্যধিক হারে কর৷ 3. ওলা উবেরের মতো অ্যাপ ক্যাব গুলির উপর মানুষের নির্ভরতা৷ অথচ কেন্দ্রীয় অর্থমন্ত্রী দুটি কারণকে উল্লেখ না করেই মাত্র একটি কারণকে দায়ী করছেন৷ যা নিয়ে ক্ষোভের সৃষ্টি হয়েছে ওই সংস্থাগুলির মধ্যে৷
তবে সরকারি গাড়ি প্রস্তুতকারী সংস্থাগুলির উপর এই উত্সবের সময় করের হার কি কমবে? সাংবাদিকদের এই প্রশ্নের জবাব দিতে গিয়ে সীতারমন বলেছেন সেই বিষয়ে সিদ্ধান্ত নেবে জিএসটি কাউন্সিল৷ যদিও গাড়ির উপরে জিএসটির হার কমানোর প্রস্তাব রাখতে চলেছে সরকার৷ চলতি মাসেই গোয়ায় অনুষ্ঠিত হতে চলেছে জিএসটি পরিষদের বৈঠক এবং সেই বৈঠকের মধ্যেই জিএসটি কমানোর সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলেই আশা করা হচ্ছে৷