বাংলা হান্ট ডেস্ক: পুজোর আগে বড় উপহার কেন্দ্র সরকারের। নতুন জিএসটি কে নির্মলা সিতারামন (Nirmala Sitharaman) তার বাংলার সামনে তুলে ধরলেন। সম্প্রতি কলকাতায় আয়োজিত হয়েছিল নেক্সট জেন জিএসটি আলোচনা সভা। সেই সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman)। সবাই অর্থমন্ত্রী বলেন, নতুন প্রজন্ম উইন্ডো শপিংয়ে বেশি অভ্যস্ত। কিন্তু তার পাশাপাশি এবার মন খুলে শপিং করার জন্য জিএসটি’র নতুন হার ধার্য করল কেন্দ্র সরকার (Central Government)।
পুজোর আগে বাংলার লাভ! নতুন GST ও প্রধানমন্ত্রীর যোজনার হিসাব প্রকাশ (Nirmala Sitharaman)
বৃহস্পতিবার কলকাতার অনুষ্ঠিত হয়েছে জাতীয় গ্ৰন্থাগার ভাষা ভবনে আয়োজিত হয়। সেই অনুষ্ঠানে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman) অনুষ্ঠানে জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ইচ্ছে ছিল দ্রুত নতুন জিএসটি (GST) ব্যবস্থা শুরু করে দাওয়া। তবে মহালয়ার পরদিন থেকে নতুন জিএসটি হার ধার্য করার কথা ঘোষনা করা হয়।
আরও পড়ুন: মহালয়ার দিনে বিশেষ পরিষেবা, ব্লু লাইনে বাড়তি মেট্রো চালানোর ঘোষণা
বাংলায় কোন কোন শিল্পের লাভ হবে:
এই দিন বাংলার একাধিক শিল্পের উন্নতির কথা বলতে শোনা যায় কেন্দ্রীয় অর্থমন্ত্রী কে। তিনি জানান জিএসটির নতুন হারের ফলে শান্তিনিকেতনের কুটির শিল্প, বাঁকুড়ার টেরাকোটা শিল্প ও পূর্ব-পশ্চিম মেদিনীপুরের চৌও মাদুর শিল্প উন্নতি হবে।
তাঁত শিল্প ও বর্ধমানের শোলার শিল্প তো রয়েছেই। দক্ষিণবঙ্গের পাশাপাশি তিনি উত্তরবঙ্গ অর্থাৎ দার্জিলিং চা শিল্পের কথাও উল্লেখ করেছেন। তাঁর কথায়, সমাজের সব শ্রেণীর মানুষ জিএসটি দিয়ে থাকেন। উপকৃত হবেন সব স্তরের মানুষের।
কত হল নতুন করে?
প্রসঙ্গত চলতি মাসের গোড়াতেই জিএসটি কাউন্সিলিং হয়। আর সেই কাউন্সিলিংয়ে নতুন হার নির্ধারণ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী (Nirmala Sitharaman)। যদিও আগে চারটি হারে অর্থাৎ ৫,১২,১৮ ও ২৮ শতাংশ ছিল। যে ছাড়গুলো বাদ দিয়ে এখন মাত্র ৫ ও ১৮ শতাংশকে রাখা হয়েছে। তবে তামাক জাতীয় দ্রব্যতে ৪০% কর ধার্য করা হয়েছে নতুন জিএসটি’তে (GST)।