আয়করে বিশাল ছাড়, ৭ লক্ষ টাকা পর্যন্ত দিতে হবে না কোনও ট্যাক্স! অর্থমন্ত্রীর ঘোষণায় খুশির হাওয়া

বাংলা হান্ট ডেস্ক : অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman) আজ বুধবার ফেব্রুয়ারি ১, ২০২৩ সালে বাজেট পেশ করছেন। ১ এপ্রিল, ২০২৩ থেকে শুরু হতে চলা আসন্ন অর্থবর্ষের জন্য কেন্দ্রীয় বাজেট ২০২৩ (Budget 2023) পেশ করবেন তিনি। মঙ্গলবার, সংসদের উভয় কক্ষে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর বক্তৃতার কিছুক্ষণ পরে, অর্থমন্ত্রী সীতারামন ২০২২-২৩ সালের জন্য অর্থনৈতিক সমীক্ষাও পেশ করেন তিনি। অর্থনৈতিক সমীক্ষা থেকে জানা যাচ্ছে, ভারতের জিডিপি ২০২৩-২৪ সালে ৬.৫ শতাংশ বৃদ্ধি পাবে, যা বর্তমান অর্থবছরের ৭ শতাংশ এবং ২০২১-২০২২ সালের ৮.৭ শতাংশ বৃদ্ধির হারের তুলনায় কম। পাশাপাশি, এখানে ভবিষ্যদ্বাণী করেছে যে ভারত বিশ্বের সবচেয়ে দ্রুত সম্প্রসারিত হওয়া প্রধান অর্থনীতি হওয়ার পথে নিজের যাত্রা অব্যাহত রাখবে।
করে ছাড়। দাম কমবে ইলেকট্রিক গাড়ি। দাম কমতে পারে বায়োগ্যাসের। মোবাইলের যন্ত্রাংশের, টেলিভিশনের যন্ত্রাংশ, গাড়ির যন্ত্রাংশ, ক্যামেরার লেন্স, ব্যাটারি, খেলনা শুল্কে ছাড়। কমতে দেশে তৈরি মোবাইলের দাম। কিচেন চিমনির উপর কর ছাড়। শিল্পে ব্যবহৃত অ্যালকোহলে কর ছাড়।

কর নিয়ে কী কী ঘোষণা, দেখে নিন এক নজরে :

সোনা, প্ল্যাটিনাম, রূপোর উপর আমদানি শুল্ক বাড়ছে। কম্পাউন্ডেড রবারের উপর আমদানি শুল্ক বাড়ল। সিগারেটের উপর কর বাড়ছে। ফলে বাড়বে দাম। আয়কর রিটার্ন ব্যবস্থা আরও সরল হবে। কমে হল ১৬ দিন।

আয়কর ছাড়ের ঊর্ধ্বসীমা ৫ লক্ষ থেকে বেড়ে হল ৭ লক্ষ। আয়করের হারও বদলাল। ০-৩ লক্ষ পর্যন্ত আয়ে কোনও আয়কর দিতে হবে না। ৩-৬ লক্ষ আয়ে কর দিতে হবে ৫ শতাংশ। ৬-৯ লক্ষে আয়ক ১০ শতাংশ। ৯-১২ লক্ষ আয়ে কর ১৫ শতাংশ। ১২ থেকে ১৫ লক্ষ এবং তার উপরে আয়ে কর ২০ শতাংশ।

interest rate on short savings is not decreasing:nirmala sitharaman

আগে ৫ লক্ষ পর্যন্ত আয়ে কোনও আয়কর দিতে হত না। ৫-৭.৫ লক্ষে আয়কর ছিল ১০ শতাংশ। ৭.৫-১০ লক্ষ পর্যন্ত আয়ে কর দিতে হত ১৫ শতাংশ। ১০-১২.৫ লক্ষে আয়কর ২০ শতাংশ। ১২.৫-১৫ লক্ষ এবং তার উপরে আয়ে কর ছিল ৩০ শতাংশ।

শুধু করে ছাড় দেওয়াই নয়। কারকাঠামো এবং আইটি রিটার্ন ফাইল করার প্রক্রিয়ারও সরলীকরণ করল কেন্দ্র সরকার। নতুন এই করকাঠামোয় ব্যবহার করার পরামর্শ দেওয়া হচ্ছে করদাতাদের। কিন্তু কেউ চাইলে পুরনো রীতিতেও কর দিতে পারেন। এদিন অর্থমন্ত্রী ঘোষণা করেছেন, আয়কর ছাড়ের আওতায় এলে ৭ লক্ষ টাকা পর্যন্ত রোজগারে কোনও করই দিতে হবে না। ৯ লক্ষ পর্যন্ত রোজগার হলে কর দিতে হবে মাত্র ৪৫ হাজার টাকা। ১৫ লক্ষ টাকা পর্যন্ত রোজগারে মাত্র দেড় লক্ষ টাকা কর দিতে হবে।


Sudipto

সম্পর্কিত খবর