দাবিহীন ১.৮৪ লক্ষ কোটি! জনগণের হারানো টাকা ফিরিয়ে দিতে বড় পদক্ষেপ নিলেন অর্থমন্ত্রী

Published on:

Published on:

Nirmala Sitharaman launches Your Money Your Right drive to return unclaimed deposits

বাংলা হান্ট ডেস্কঃ দেশজুড়ে ব্যাঙ্ক ও আর্থিক সংস্থাগুলিতে পড়ে রয়েছে লক্ষ লক্ষ গ্রাহকের জমা দেওয়া টাকা। যার কোনও দাবিদার নেই। এবার সেই টাকাই ফেরত দেওয়ার উদ্যোগ নিল কেন্দ্র। রবিবার গান্ধীনগর থেকে ‘আপকি পুঞ্জি, আপকা অধিকার’ (Your Money, Your Right) অভিযানের সূচনা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman)।

অর্থমন্ত্রীর (Nirmala Sitharaman) দাবি, দেশের বিভিন্ন ব্যাঙ্ক ও আর্থিক সংস্থার কাছে বর্তমানে মোট ১.৮৪ লক্ষ কোটি টাকা জমা রয়েছে, যার মালিকের কোনও হদিশ নেই। এই টাকা সাধারণ মানুষের কষ্টার্জিত সঞ্চয়, যা তাঁদেরই প্রাপ্য। সম্প্রতি এমনটাই জানালেন নির্মলা।

তিন মাস ধরে চলবে ‘আপকা অধিকার’ অভিযান, জানালেন নির্মলা সীতারামন (Nirmala Sitharaman)

অর্থ মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, এই অভিযান আগামী তিন মাস ধরে চলবে। এই উদ্যোগের মূল লক্ষ্য হল নাগরিকদের তাঁদের হারানো জমা টাকা ফিরিয়ে দেওয়া। সরকার এই সময়ে জনসচেতনতা গড়ে তুলবে, যাতে মানুষ জানতে পারেন কীভাবে ডরম্যান্ট ডিপোজিট, ইনস্যুরেন্স প্রসিড বা মিউচুয়াল ফান্ড ব্যালেন্স পুনরুদ্ধার করা সম্ভব। এছাড়া ডিজিটাল প্রক্রিয়ায় কীভাবে এই অর্থ দাবি করা যায়, তা নিয়েও বিশদে ব্যাখ্যা দেওয়া হবে বলে জানানো হয়েছে। কেন্দ্রের মতে, জনগণের টাকাই জনগণের হাতে ফিরিয়ে দেওয়া সরকারের দায়িত্ব।

নির্মলা সীতারামন (Nirmala Sitharaman) বলেন, “এটা কোনও সাধারণ প্রশাসনিক পদক্ষেপ নয়। এটা মানুষের অধিকার ফেরানোর উদ্যোগ। শিক্ষা, স্বাস্থ্য কিংবা আর্থিক সুরক্ষার জন্য যেভাবে মানুষ সঞ্চয় করেন, সেই অর্থ ফেরাতে সরকার দায়বদ্ধ।” তিনি আরও জানান, এই টাকা সম্পূর্ণ সুরক্ষিতভাবে সংরক্ষিত রয়েছে। সঠিক কাগজপত্র ও প্রমাণপত্র সঙ্গে থাকলে, নাগরিকরা তাঁদের জমা টাকা ফেরত পাবেন।

Nirmala Sitharaman launches Your Money Your Right drive to return unclaimed deposits

আরও পড়ুনঃ ‘দ্রুত ব্যবস্থা নিন’, উত্তরবঙ্গের পরিস্থিতি নিয়ে মুখ্যসচিবকে জরুরী হস্তক্ষেপের আবেদন জানালেন শুভেন্দু

কোথায় জমা রয়েছে এই দাবিহীন টাকা?

জানা গিয়েছে, এই বিপুল অঙ্কের টাকা রয়েছে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি ব্যাঙ্ক, রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া এবং ইনভেস্টর এডুকেশন অ্যান্ড প্রোটেকশন ফান্ড (IEPF)-এ। এখন সেই সমস্ত অর্থই সরকারের তত্ত্বাবধানে কাস্টডিয়ানের মতো নিরাপদে রয়েছে। অর্থমন্ত্রীর (Nirmala Sitharaman) আশা, এই অভিযান দেশের কোটি কোটি পরিবারের কাছে তাঁদের হারানো সঞ্চয় ফিরে পেতে সাহায্য করবে।