চলতি আর্থিক বছরে রেকর্ড প্রবাসী ভারতীয়দের! বড়সড় তথ্য প্রকাশ্যে আনলেন নির্মলা সীতারমণ

Published On:

বাংলা হান্ট ডেস্ক : ২০২২ সালে প্রবাসী ভারতীয়দের থেকে ভারত পেয়েছে প্রায় ১০০ বিলিয়ন মার্কিন ডলার। এমনই দাবি করলেন দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ (Nirmala Sitharaman)। যা ২০২১ সালের তুলনায় ১২ শতাংশ বেশি। প্রবাসী ভারতীয় দিবস উপলক্ষে মধ্যপ্রদেশের ইন্দোরের এক অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় এই মন্তব্য করেন অর্থমন্ত্রী।

তিনি প্রবাসী ভারতীয়দের ‘ভারতের প্রকৃত রাষ্ট্রদূত’ বলে আখ্যা দিলেন। সেই সঙ্গে প্রবাসীদের প্রতি নির্মলার আবেদন জানান, সকলে যেন দেশীয় পণ্য ব্যবহার করেন। সারা বিশ্বে ভারতীয় পণ্যকে ছড়িয়ে দিতেই এই আবেদন করেন অর্থমন্ত্রী।

The Union Minister for Finance and Corporate Affairs, Smt. Nirmala Sitharaman

এর পাশাপাশি নির্মলা বলেন, ‘সরকার চায় বহুজাতিক সংস্থাগুলি চিন কিংবা ইউরোপীয় ইউনিয়নের পরিবর্তে ভারতেই তাদের কারখানা তৈরি করুক। এরপরই তিনি জানান, প্রবাসী ভারতীয়দের থেকে প্রাপ্ত বিপুল অঙ্কের অর্থের কথা। মনে করিয়ে দেন, তার আগের বছরের তুলনায় এক বছরে এই অর্থের পরিমাণ বৃদ্ধি পেয়েছে প্রায় ১২ শতাংশ। তাঁর কথায়, ‘অতিমারী পরবর্তী সময়ে ভারতীয় কর্মীরা আবারও বিদেশে যাবেন, এটা অনেকেরই ধারণা ছিল না। কিন্তু তাঁরা গিয়েছেন, এবং এক বছরে তাঁদের থেকে প্রাপ্তি ১২ শতাংশ বেড়ে গিয়েছে।’

এদিন অর্থমন্ত্রী বিভিন্ন ক্ষেত্রে ভারতীয় পেশাদারদের সাফল্যের কথা তুলে ধরেন। তিনি মনে করিয়ে দেন, তথ্যপ্রযুক্তি থেকে ডিজিটাল প্রযুক্তি, অটোমোবাইল প্রভৃতি ক্ষেত্রে বিদেশে ভারতীয়রা দারুণ সাফল্য পেয়েছেন। তিনি আরও দাবি করেন, জ্ঞান ও উন্নতির এক পীঠস্থান হয়ে উঠেছে ভারত। গত ডিসেম্বর মাসেও দেশের আর্থিক অগ্রগতি সম্পর্কে উচ্ছ্বসিত ছিলেন নির্মলা।

X