‘যারা একদিন ঠাট্টা করেছিল, তারাই আজ কৃতিত্ব চাইছে’, GST নিয়ে কংগ্রেসকে আক্রমণ অর্থমন্ত্রীর

Published on:

Published on:

Nirmala Sitharaman slams Congress over GST

বাংলা হান্ট ডেস্কঃ একসময় ‘গব্বর সিং ট্যাক্স’ বলে কটাক্ষের শিকার হয়েছিল গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স বা জিএসটি। কিন্তু নয়া কাঠামো ঘোষণার পর এবার সেই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক উত্তেজনা। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ (Nirmala Sitharaman) এই নিয়ে এবার সরাসরি কংগ্রেসকে আক্রমণ করলেন। সম্প্রতি তিনি অভিযোগ করে বলেন যে, একদিন এই করকাঠামো নিয়ে রসিকতা করেছিল, তারাই আজ কৃতিত্ব নিতে চাইছে।

জিএসটি কে ‘গব্বর সিং ট্যাক্স’ বলে দাবি ছিল কংগ্রেসের

প্রসঙ্গত, জিএসটি চালু হওয়ার সময় থেকেই প্রবল আপত্তি তুলেছিল কংগ্রেস। বিরোধী শিবিরের বক্তব্য ছিল, বিজেপির আনা করকাঠামো অত্যন্ত জটিল, ‘এক দেশ-এক কর’ ভাবনার সঙ্গে এর কোনও মিল নেই। রাহুল গান্ধী বারবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিশানা করে বলেছিলেন, এই জিএসটি আসলে ‘গব্বর সিং ট্যাক্স’। তাঁর দাবি ছিল, এর ফলে দেশজুড়ে অর্থনীতি বিপর্যস্ত হচ্ছে।

৮ বছর পর নতুন GST কাঠামোর ঘোষণা করল কেন্দ্রীয় সরকার

প্রথম জিএসটি চালুর আট বছর পর বুধবার ‘নেক্সট জেনারেশন জিএসটি’ ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। নতুন কাঠামোয় কর প্রক্রিয়া অনেকটাই সরল করা হয়েছে। এই পরিবর্তনে আপাতত সন্তুষ্ট বিরোধীরা। কংগ্রেসের দাবি, লাগাতার সমালোচনা ও চাপ তৈরি না করলে সরকার এতদিন পরে নড়েচড়ে বসত না। পি চিদম্বরমের মতো শীর্ষ নেতারা বলছেন, “৮ বছর বাদে সরকারের ঘুম ভাঙল।”

কৃতিত্ব নিতে চাইছে কংগ্রেস বলে দাবি অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের (Nirmala Sitharaman)

অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ অবশ্য অভিযোগ তুলেছেন, কংগ্রেস এখন সুযোগ বুঝে কৃতিত্ব নিতে চাইছে। তাঁর বক্তব্য, “যারা একসময় এটিকে ‘গব্বর সিং ট্যাক্স’ বলেছিল, তারাই এখন কৃতিত্ব নিতে চাইছে। কংগ্রেসকে বলতে হবে, তাদের শাসনামলে কেন জিএসটি কার্যকর করা হয়নি।” ইন্দিরা গান্ধীর আমলের করনীতির দিকেও কটাক্ষ ছুড়েছেন নির্মলা। তিনি বলেছেন, “একটা সময় ছিল যখন দেশবাসীকে ৯১ শতাংশ পর্যন্ত কর দিতে হত। সেই কংগ্রেসই আজ জিএসটি নিয়ে বড়াই করছে।”

Nirmala Sitharaman slams Congress over GST

আরও পড়ুনঃ বিধানসভায় ভারতীয় সেনাদের ‘অপমান’? শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বিরুদ্ধে দমদমে প্রতিবাদী সভার ডাক দিলেন শুভেন্দু

উল্লেখ্য, আট বছর আগে যে কর কাঠামো নিয়ে তীব্র রাজনৈতিক সংঘাত শুরু হয়েছিল, সেটিরই সরলীকৃত সংস্করণ আজ কার্যকর হয়েছে। কিন্তু সেই সঙ্গে ফের সামনে এসেছে পুরনো রাজনৈতিক বিরোধ। একদিকে কংগ্রেস দাবি করছে, সরকারের দেরিতে হলেও বুদ্ধি ফিরেছে। অন্যদিকে নির্মলা সীতারমণ (Nirmala Sitharaman) স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে ‘গব্বর সিং ট্যাক্স’ বলে ঠাট্টা করা বিরোধীরা এখন কোনওভাবেই কৃতিত্ব নিতে পারে না।