বাংলা হান্ট ডেস্কঃ নরেন্দ্র মোদি (Narendra Modi) ছাড়া বিজেপির জেতা সম্ভব নয়, এমনই বিস্ফোরক মন্তব্য করে দলের অন্দরেই চাঞ্চল্য ছড়ালেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে (Nishikant Dubey)। সাধারণত বিরোধীদের আক্রমণ করতেই দেখা যায় তাঁকে, কিন্তু এবার নিশানা নিজের দল। তাঁর মতে, ২০২৯ সালের লোকসভা ভোটে মোদিকেই (Narendra Modi) সামনে রেখে লড়তে হবে। না হলে বিজেপি বড় ক্ষতির মুখে পড়বে।
“মোদিজি (Narendra Modi) না থাকলে বিজেপি ১৫০-তেও পৌঁছাবে না”
এক সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে নিশিকান্ত (Nishikant Dubey) বলেন, “মোদিজি না থাকলে আমরা ১৫০ আসনও পাব না। দিল্লিতে আগামী ২০ বছর কোনও জায়গা নেই। আমাদের ভরসা মোদিজি (Narendra Modi)।” তিনি আরও বলেন, রাজনৈতিক দল অনেক সময় বড় কোনও নেতার ব্যক্তিত্বের উপর নির্ভর করে চলে, বিজেপি-র ক্ষেত্রে সেটাই হচ্ছে মোদির সঙ্গে।
সঙ্ঘ (RSS) সাধারণত ৭৫ বছর বয়সের পর অবসর নেওয়ার নিয়ম মানে। কিন্তু নিশিকান্ত (Nishikant Dubey) বলছেন, এই নিয়ম মোদির (Narendra Modi) ক্ষেত্রে খাটে না। কারণ, বিজেপি-র ভবিষ্যৎ তাঁর উপরেই নির্ভর করছে। কিছুদিন আগেই সঙ্ঘ প্রধান মোহন ভাগবতের মন্তব্য ঘিরে মোদির (Narendra Modi) বয়স নিয়ে প্রশ্ন উঠেছিল। সেই বিতর্কে যেন ঘি ঢাললেন নিশিকান্ত (Nishikant Dubey)।
যোগীর ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন তুললেন নিশিকান্ত (Nishikant Dubey)
মোদির পর প্রধানমন্ত্রী পদে যাঁর নাম সামনে আসে, সেই যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)-এর ভবিষ্যৎ নিয়েও নিশিকান্ত (Nishikant Dubey) মন্তব্য করেন। বলেন, আপাতত দিল্লিতে কারও জন্যই জায়গা নেই। এ নিয়ে ইতিমধ্যেই বিজেপির অন্দরে চাপা আলোচনা শুরু হয়েছে।
আরও পড়ুনঃ বিতর্কিত নেতৃত্ব বাদ, এবারে নতুন মুখ, হাইকোর্টের নির্দেশে ফিরছে কলেজ ভোট
এই মন্তব্য ঘিরে এখনই বিজেপির পক্ষ থেকে কোনও অফিসিয়াল প্রতিক্রিয়া আসেনি। তবে নিশিকান্তের (Nishikant Dubey) কথাগুলো ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ভাইরাল। অনেকেই বলছেন, এই মন্তব্য দলের ভিতরেই নেতৃত্ব নিয়ে অনিশ্চয়তার ইঙ্গিত দিচ্ছে।