মমতা বন্দ্যোপাধ্যায়ের পাল্টা কোচবিহার নিয়ে বড় দাবি নিশীথ প্রামাণিকের, ফের বাড়ল বিতর্ক

বাংলাহান্ট ডেস্ক : কোচবিহারবাসীর মুক্তির ডাক দিয়ে আবারও বিতর্কে জড়ালেন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামানিক। কোচবিহারের বাসিন্দাদের মুক্তির জন্য লড়ে যাবেন তিনি এদিন এই মন্তব্যই করতে দেখা যায় তাঁকে। উসকানিমূলক মন্তব্যের অভিযোগে তাঁর বিরুদ্ধে সোচ্চার হয়েছে তৃণমূল।

বুধবার কোচবিহারের ২ নম্বর ব্লকের বানেশ্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্ভুক্ত সিদ্ধেশ্বরী এলাকায় গ্রেটার কোচবিহার পিপিলস অ্যাসোসিয়েশন এর অনন্ত মহারাজ গোষ্ঠীর ডাকে চিলা রায়ের ৫১২ তম জন্মদিবস উদযাপন অনুষ্ঠানে হাজির ছিলেন নিশীথ প্রামানিক। বিগত বেশ কিছুদিন ধরেই উত্তরবঙ্গকে আলাদা রাজ্য ঘোষণা করার দাবি তুলছে বিজেপি। এদিনও তার অন্যথা হয়নি। শীতলকুচির বিজেপি বিধায়ক বরেন্দ্র চন্দ্র বলেন, ‘সার্বিক উন্নয়নে স্বার্থে কোচবিহার আলাদা রাজ্য চাই। উত্তরবঙ্গ আলাদা রাজ্য চাই।’ একই সঙ্গে তুফানগঞ্জের বিধায়ক তথা জেলা বিজেপি সভাপতি মালতী রাভা বলেন, ‘যেভাবে কোচবিহার আলাদা রাজ্য হতে চাইছে, উত্তরবঙ্গ আলাদা রাজ্য চাইছে, একইভাবে বলছি বীর চিলা রায়ের জীবনী নতুন রাজ্যের পাঠ্যপুস্তকে যেন অন্তর্ভুক্ত করা হয়।’

   

বিধায়কদের এহেন মন্তব্যের মাঝেই যেন বোমা ফাটান নিশীথ। তাঁকে দাবি করতে শোনা যায়, ‘উত্তরবঙ্গবাসী, বৃহত্তর কোচবিহারবাসীর মুক্তির জন্য লড়াই করে যাব। অনন্ত মহারাজের দেখানো পথেই লড়াই চালিয়ে যাব।’ কোচবিহারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চিলা রায়ের একটি মুর্তি স্থাপনের জন্য ১৮ লক্ষ টাকা বরাদ্দ করেছিলেন এদিনই। কিন্তু এই টাকার প্রায় ৩ গুন টাকা নিজের সাংসদ উন্নয়ন তহবিল থেকে দেওয়ার কথা ঘোষণা করেন নিশীথ প্রামানিক। মূর্তি তৈরির জন্য ৫০ লক্ষ টাকা দেওয়ার ঘোষণা করে নতুন রাজ্যের সমার্থকদের খানিক উসকে দিয়েই তিনি বলেন, ‘মন্ত্রী হয়ে যখন ফিরেছিলাম, সেই সময় আমার সঙ্গে থাকা চার শতাধিক নারায়ণীসেনাকে গ্রেপ্তার করে অকথ্য অত্যাচার করা হয়েছিল। সেই কথা কোনওদিন ভোলার মতো নয়। অনন্ত মহারাজ নিজের মায়ের শেষকৃত্যে পর্যন্ত আসতে পারেননি। দু’বছর অসমে এই অনুষ্ঠান উদযাপন করতে হয়েছে। এই বিষয়গুলি ভুলে গেলে চলবে না।’

কেন্দ্রীয় মন্ত্রীর এহেন মন্তব্যের পর বিতর্কের ঝড় উঠেছে রাজ্য জুড়ে। পুরো ব্যাপারটির তীব্র নিন্দা করেছে তৃণমূল। তৃণমূল নেতা তথা প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ বলেন, ‘ কেন্দ্রীয় মন্ত্রীর এই উস্কানিমূলক মন্তব্য কখনওই মেনে নেবে না কোচবিহারবাসী।’

প্রসঙ্গত, বিধানসভা নির্বাচনে বিজেপি উত্তরবঙ্গের দখল নিলেও ধীরে হাওয়া ঘুরছে। উত্তরবঙ্গে ক্ষমতা বাড়াচ্ছে তৃণমূল। অতি সম্প্রতি শিলিগুড়ি পুরনিগম দখল তারই প্রমাণ। এরই মধ্যে উত্তরবঙ্গকে নতুন রাজ্য হিসেবে ঘোষণা করে সেখানে নিজেদের ক্ষমতা অক্ষুণ্ণ রাখতে চায় বিজেপি এমনটাও দাবি তুলছেন কেউ কেউ।

Avatar
Katha Bhattacharyya

সম্পর্কিত খবর