উলাট পুরাণ! আবাস যোজনার তালিকায় নাম খোদ কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামানিকের বাবার

বাংলা হান্ট ডেস্কঃ বিগত কিছুদিন ধরে বারংবার প্রকাশ্যে আসছে আবাস যোজনায় দুর্নীতির (Awas Corruption) অভিযোগ। পেল্লায় পেল্লায় ইমারত থাকা সত্ত্বেও আবাস যোজনার তালিকায় জ্বলজ্বল করছে শাসক দলীয় নেতাদের নাম। সেই নিয়ে তুঙ্গে রাজনৈতিক তরজা। তবে এবার যেন ঠিক উলাট পুরাণ! শাসক দলের নয়, প্রধানমন্ত্রী আবাস যোজনার (Pradhan Mantri Awas Yojana) তালিকায় নাম খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের (Nisith Pramanik) বাবা বিধুভূষণ প্রামানিকের।

জানা গিয়েছে, প্রশাসনের পক্ষ থেকে আবাস যোজনার ঘরের যে তালিকা প্রদান করা হয়েছে সেখানে দিনহাটা এক নম্বর ব্লকের অন্তর্গত ভেটাগুড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার খারিজা বালাডাঙার বাসিন্দা নিশীথ প্রামাণিকের বাবা বিধূভূষণ প্রামাণিকের নাম রয়েছে। তার উপভোক্তা আইডি ১২০০৫৪৫৫৭ এবং সিরিয়াল নম্বর ১১৯৮৭৭।

এই ঘটনা প্রকাশ্যে আসতেই শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক চাপানউতোর। দেশের মন্ত্রী যিনি তারই পরিবারের সদস্যের নাম প্রধানমন্ত্রী আবাস যোজনায়? বিজেপির (BJP) বিরুদ্ধে সরব হয়েছে স্থানীয় তৃণমূল (TMC) নেতৃত্ব। কোচবিহার পুরসভার চেয়ারম্যান, প্রাক্তন তৃণমূল মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ (Rabindra Nath Ghosh) এক সাংবাদিক বৈঠক ডেকে বিজেপির উদ্দেশ্যে প্রশ্ন ছুঁড়ে দিয়ে বলেন, বিজেপি আবাস যোজনার তালিকায় নাম নিয়ে রাজ্যজুড়ে অভিযোগ তুলছে। অথচ কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের নিজস্ব বিলাস বহুল বাড়ি থাকা সত্ত্বেও তাঁর বাবার নাম সেই তালিকায় রয়েছে। তবে কি এবার বিজেপি নেতা-কর্মীরা কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাড়ির সামনে বিক্ষোভ কর্মসূচি করবে? ধরনা দেবে?

এ বিষয়ে মুখ খুলেছে স্থানীয় বিজেপি নেতৃত্বও। জেলা বিজেপির সভাপতি সুকুমার রায় বলেন,”কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিজেই উপভোক্তাদের ঘর দিতে পারেন। কাজেই তাঁর বাবার নাম ঘর পাওয়ার তালিকায় থাকবে সেটা চক্রান্ত ছাড়া কিছু হতে পারে না। যেহেতু তৃণমূলের নেতাকর্মীদের নাম সেই তালিকায় রয়েছে তাই দৃষ্টি ঘোরাতে এই ধরনের চক্রান্ত করা হয়েছে।” পাশাপাশি তিঁনি এও জানান, দল চায় বাস্তবে যারা এই আবাস যোজনার ঘরের জন্য যোগ্য শুধুমাত্র তাঁদের ঘর প্রদান করা হোক।

nisith

অন্যদিকে এই একই প্রসঙ্গে পুর চেয়ারম্যানের বক্তব্য , বাস্তব ঘটনাটা হচ্ছে প্রায় ছ’বছর আগে সমীক্ষা হয়েছিল তখন অনেকেরই পাকা ঘর ছিল না। কেন্দ্র সরকার ঘর বরাদ্দ করতে দেরি করায় এই সময়ের মধ্যে অনেকেরই আর্থসামাজিক পরিবর্তন ঘটেছে। তবে কারও নাম আসলেও প্রশাসনের পক্ষ থেকে সার্ভে করা হচ্ছে। ফলে উপযুক্ত যোগ্য ব্যক্তিরাই যে এই ঘর পাবেন তাতে কোনও সন্দেহ নেই। তবে বিতর্কের জল যথেষ্ট ঘোলা হলেও এই প্রসঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কোনও প্রতিক্রিয়া এখনো পর্যন্ত মেলেনি। ফোন করেও কোনো সাড়া পাওয়া যায়নি তাঁর।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর