আকাশের স্ত্রীকে ৪৫১ কোটির নেকলেস উপহার নীতার, মুকেশ আম্বানির গিফট জানলে কপালে উঠবে চোখ

বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে দেশের (India) শ্রেষ্ঠ ধনী ব্যক্তি হিসেবে বিবেচিত হচ্ছেন ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানি (Mukesh Ambani)। পাশাপাশি, বিশ্বের শ্রেষ্ঠ ধনকুবেরদের সাথেও মোট সম্পদের বিচারে টক্কর দেন তিনি। এমতাবস্থায়, আম্বানির জীবনযাপন যে অত্যন্ত রাজকীয় হবে তা আর বলার অপেক্ষা রাখে না। শুধু তাই নয়, তাঁর পরিবারের প্রতিটি সদস্যই প্রায় সব সময় থাকেন খবরের শিরোনামে। এমন পরিস্থিতিতে বর্তমান প্রতিবেদনে আজ আমরা আপনাদের কাছে আম্বানি পরিবারের কিছু দুর্মূল্য গিফটের বিষয় উপস্থাপিত করব। যেটি জানার পর রীতিমতো চমকে যাবেন প্রত্যেকেই

২০১৯ সালে, নীতা আম্বানি তাঁর পুত্রবধূ শ্লোকা মেহতাকে বিশ্বের সবচেয়ে দামি নেকলেস উপহার দিয়ে খবরের শিরোনামে উঠে এসেছিলেন। যেটির দাম ছিল ৪৫১ কোটি টাকা। অন্যদিকে, মুকেশ আম্বানি তাঁর স্ত্রী নীতা আম্বানির ৪৪ তম জন্মদিনে ২৪০ কোটি টাকার একটি A319 বিলাসবহুল জেট উপহার দিয়েছেন। চলুন, এই প্রসঙ্গে জেনে নিই বিস্তারিত তথ্য।

নীতা আম্বানি শ্লোকা মেহতাকে Mouawad L’Incomparable উপহার দিয়েছেন: উল্লেখ্য যে, শ্লোকা মেহতা যখন ২০১৯ সালে আকাশ আম্বানিকে বিয়ে করেছিলেন, তখন নীতা আম্বানি তাঁকে বিশ্বের সবচেয়ে দামি নেকলেসগুলির মধ্যে একটি উপহার দিয়েছিলেন। যেটির নাম হল Mouawad L’Incomparable। মোট ৯১ টি হিরে সহ ওই নেকলেসটির দাম ছিল ৪৫১ কোটি টাকা।

Nita Ambani's gift of 451 crore necklace to Akash's wife

নীতা আম্বানি উপহার পান একটি প্রাইভেট: ২০০৭ সালে স্ত্রী নীতা আম্বানির ৪৪ তম জন্মদিনে মুকেশ আম্বানি তাঁকে একটি এয়ারবাস (A319) বিলাসবহুল প্রাইভেট জেট উপহার দিয়েছিলেন। এই প্রাইভেট জেট কেনার জন্য মুকেশ আম্বানির ২৪০ কোটি টাকা খরচ হয় বলে জানা গিয়েছে।

আরও পড়ুন: রাম মন্দিরই ডেকে আনবে “লক্ষ্মী”! দেশে হবে ৫০,০০০ কোটির ব্যবসা, সামনে এল বড় তথ্য

নীতা আম্বানিকে Rolls-Royce Cullinan Black Badge উপহার দিয়েছেন মুকেশ আম্বানি: উল্লেখ্য যে, সম্প্রতি মুকেশ আম্বানি নীতা আম্বানিকে ১০ কোটি টাকার Rolls-Royce Cullinan Black Badge SUV উপহার দিয়েছেন। একটি রিপোর্ট অনুসারে, দীপাবলির আগে মুকেশ আম্বানি তাঁর স্ত্রী নীতা আম্বানিকে ১০ কোটি টাকার SUV উপহার দিয়েছেন। এদিকে, নীতা আম্বানির এই নতুন Rolls-Royce এখনও পর্যন্ত ভারতের সবচেয়ে দামি গাড়ি উপহার।

আরও পড়ুন: দেওয়া হবে না টাকা, অথচ এই দেশ থেকে তেল কিনবে ভারত! অবাক করবে পুরো ঘটনা

অনন্ত আম্বানির উপহার: ২০২৩-এর ১৯ জানুয়ারি মুকেশ আম্বানি এবং নীতা আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানি তাঁদের ঘনিষ্ঠ বন্ধুবান্ধব এবং পরিবারের উপস্থিতিতে মুম্বাইতে স্থিত “অ্যান্টিলিয়া”-তে তাঁর দীর্ঘদিনের বান্ধবী রাধিকা মার্চেন্টের সাথে বাগদান সম্পন্ন করেন। সেই সময়ে আকাশ আম্বানি তাঁকে ১৩,২১৮,৮৭৬ টাকা মূল্যের 18K Panthere De Cartier Brooch উপহার দিয়েছেন। অন্যদিকে মুকেশ আম্বানি তাঁর ছোট ছেলেকে উপহার দিয়েছেন Bentley Continental GTC Speed। রিপোর্ট অনুযায়ী, ওই বিলাসবহুল গাড়িটির মূল্য হল আনুমানিক ৪.৫ কোটি টাকা।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর