বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে তীব্র গরমে নাজেহাল অবস্থা সবার। যদিও, নির্বাচনের আবহে গরমকে উপেক্ষা করেই প্রচারের কাজ চালিয়ে যাচ্ছেন রাজনৈতিক নেতৃত্ব থেকে শুরু করে কর্মীরা। তবে এবার একটি অত্যন্ত চাঞ্চল্যকর বিষয় সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, মঙ্গলবার বিকেলে মহারাষ্ট্রের ইয়াভাতমালে একটি নির্বাচনী জনসভায় বক্তব্য দেওয়ার সময় কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি (Nitin Gadkari) অজ্ঞান হয়ে যান।
এদিকে, সৌভাগ্যবশত ভারতীয় জনতা পার্টির এই প্রবীণ নেতা তাৎক্ষণিক চিকিৎসা পেয়েছিলেন এবং কিছুক্ষণ বিরতির পর মঞ্চে ফিরে এসে ফের তাঁর বক্তৃতা শুরু করেন। তাঁর বক্তৃতা শেষ করার কিছুক্ষণ পরেই, গড়করি এই বিষয়ে “এক্স” মাধ্যমে একটি পোস্ট করেন। যেখানে তিনি বিস্তারিত তথ্য জানিয়েছেন।
Union minister Nitin Gadkari faints during the rally in Maharashtra's yavatmal due to heat, fine now.🌡️#NitinGadkari pic.twitter.com/8ex0COy0A9
— Radhika Chaudhary (@PalhawatRadhika) April 24, 2024
তিনি লিখেছেন যে, “মহারাষ্ট্রের পুসাদে সম্পন্ন হওয়া সমাবেশে গরমের কারণে আমি অস্বস্তি বোধ করি। কিন্তু এখন আমি সম্পূর্ণ সুস্থ এবং পরবর্তী সভায় যোগ দেওয়ার জন্য ভারুদের উদ্দেশ্যে রওনা হচ্ছি। আপনাদের সবার ভালবাসা এবং শুভেচ্ছার জন্য অনেক ধন্যবাদ।”
আরও পড়ুন: T20 বিশ্বকাপের জন্য ভারতীয় দল বাছলেন শেহবাগ! স্থান পেলেন না হার্দিক, ভরসা রাখলেন কার ওপর?
এদিকে, ওই ঘটনার সেই চাঞ্চল্যকর ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে। শুধু তাই নয়, সেই সমাবেশের ভিডিও নীতিন গড়করির নিজের অ্যাকাউন্ট থেকেও সরাসরি দেখানো হচ্ছিল। যেখানে দেখা গিয়েছে, বক্তৃতা দেওয়ার সময়ে আচমকাই সংজ্ঞাহীন হয়ে পড়েন এই কেন্দ্রীয় মন্ত্রী। এমতাবস্থায়, তাঁর কাছে ছুটে আসেন মঞ্চে উপস্থিত বাকিরা এবং সঙ্গে সঙ্গে তাঁকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।
আরও পড়ুন: ফের বড় অ্যাকশন! আর নতুন গ্রাহক যুক্ত করতে পারবে না Kotak Mahindra, কড়া নির্দেশ জারি RBI-এর
এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, নীতিন গড়করি চলতি বছরের লোকসভা নির্বাচনের প্রথম পর্বে লড়াই করেছিলেন। তিনি নাগপুর থেকে প্রার্থী হন। ওই কেন্দ্রে ২০১৪ এবং ২০১৯ সালের জয়লাভ করেন তিনি। মঙ্গলবার তিনি মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডের শিবসেনা জোটের প্রার্থী রাজশ্রী পাতিলের হয়ে প্রচার করছিলেন। আর সেই সময়েই অসুস্থ হয়ে পড়েন তিনি।