বাংলা হান্ট ডেস্ক: দেশে ক্রমাগত বাড়ছে পেট্রোল-ডিজেলের দাম। ইতিমধ্যেই একাধিক শহরে পেট্রোলের দাম প্রতি লিটারে ১০০ টাকা ছাড়িয়ে গেছে। এমতাবস্থায়, সাধারণ মানুষ পেট্রোল-ডিজেলের বিকল্প হিসেবে CNG-এর মতো জ্বালানির ওপর নির্ভর করতে শুরু করেছেন। এরই মধ্যে দেশে হাইড্রোজেন গাড়ির (Hydrogen Car) ব্যবহারও সামনে এসেছে। শুধু তাই নয়, বুধবার এই হাইড্রোজেন গাড়িতে করেই সংসদে পৌঁছে যান কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি।
এই প্রসঙ্গে গড়করি জানিয়েছেন যে, আত্মনির্ভর হওয়ার পথে আমরা গ্রিন হাইড্রোজেন প্রস্তুত করেছি। এই গাড়িটি তারই একটি পাইলট প্রকল্প। এখন দেশেই তৈরি হবে সবুজ হাইড্রোজেন। এতে কর্মসংস্থানের সুযোগও তৈরি হবে। সরকার এর জন্য ৩০০০ কোটি টাকার লক্ষ্য নির্ধারণ করেছে। শীঘ্রই ভারত সবুজ হাইড্রোজেন রফতানি করবে বলেও মনে করেছেন তিনি। পাশাপাশি, যেখানেই কয়লা ব্যবহার করা হচ্ছে সেখানে বিকল্প হিসেবে সবুজ হাইড্রোজেন ব্যবহার করা যাবে বলেও জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী।
জানা গিয়েছে যে, এই হাইড্রোজেন গাড়ির ট্যাঙ্কটি একবার পূর্ণ হয়ে গেলেই, তা প্রায় ৬৫০ কিলোমিটার পর্যন্ত চলতে সক্ষম হবে। হিসেব অনুযায়ী, এই হাইড্রোজেন গাড়িতে প্রতি কিলোমিটারে ২ টাকা খরচ হবে। এছাড়াও, মাত্র ৫ মিনিটের মধ্যেই জ্বালানি পূরণ করা যাবে এই গাড়িতে।
এদিকে, কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি যখন হাইড্রোজেন গাড়িতে করে সংসদ ভবনে পৌঁছন, তখন প্রত্যেকের কাছেই এটা একটা নতুন অভিজ্ঞতা ছিল। সংসদ ভবনের কর্মচারীরা কার্যত কৌতূহল নিয়েই এই গাড়িটি দেখছিলেন। পাশাপাশি, সকলেই এই গাড়িটির প্রশংসা করেন। কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং এই গাড়িটিকে নীতিন গড়কড়ির উপস্থিতিতেই দেখতে থাকেন। অপরদিকে, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংকে এই গাড়ির কথা জিজ্ঞেস করলে তিনি স্মিত হাসি হাসেন।
এই প্রসঙ্গে পেট্রোলিয়াম সংক্রান্ত সংসদীয় কমিটির সদস্য তথা এক সাংসদ জানিয়েছেন যে, তিনি নিজে একজন কেমিক্যাল ইঞ্জিনিয়ার এবং এই গাড়ি নিঃসন্দেহে ভবিষ্যতের জন্য তৈরি করা হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী যখন এই ধরনের গাড়িতে এসেছেন, তখন অবশ্যই তা মানুষের মনোবল বাড়াবে। পাশাপাশি, বিকল্প জ্বালানির দিকেও জনগণকে উৎসাহিত করা হবে। হাইড্রোজেন গাড়িই দেশের ভবিষ্যৎ।
পাশাপাশি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এই প্রসঙ্গ উল্লেখ করে জানিয়েছেন আত্মনির্ভর ভারত গড়ার পথে এটি একটি বড় পদক্ষেপ। প্রসঙ্গত উল্লেখ্য, হাইড্রোজেন প্রধানত তিন ধরনের হয়। তবে, এটি হল সবুজ হাইড্রোজেন এবং প্রতি কিলোমিটারে এর দাম পড়বে মাত্র ২ টাকা। এর জাপানি নাম মেরাই। জানা গিয়েছে যে, খুব শীঘ্রই এই গাড়িটি ভারতে আসবে এবং এর ফিলিং স্টেশনগুলি ভারতে স্থাপন করা হবে।