বড় ধাক্কা অইপিএলে, ক্রিকেটারদের পর এবার আইপিএল থেকে সরে দাঁড়ালেন ২ আম্পায়ার

বাংলা হান্ট ডেস্কঃ এই মুহূর্তে দেশজুড়ে হুহু করে ছড়িয়ে পড়ছে করোনা সংক্রমণ। প্রায় 4 লক্ষ ছুঁই ছুঁই হয়েছে দৈনিক আক্রান্তের সংখ্যা। এমন পরিস্থিতিতে যখন দেশের নাজেহাল অবস্থা তখনও কিন্তু নিজের ছন্দে হয়ে চলেছে আইপিএল। তবে আইপিএল চললেও সম্পূর্ণ জৈব সুরক্ষা বলয়ের মধ্যেই রাখা হচ্ছে ক্রিকেটার, আম্পায়ার, সাপোর্টিং স্টাফ সহ আইপিএলের সঙ্গে যুক্ত সকলকে। সম্পূর্ণ দর্শক শূন্য স্টেডিয়ামে খেলা হচ্ছে।

সুরক্ষা বলয় এর কড়াকড়ি থাকার সত্ত্বেও করোনা আতঙ্কে ইতিমধ্যেই আইপিএল ছেড়ে দেশে ফিরে গিয়েছেন অস্ট্রেলিয়ার তিন ক্রিকেটার। এবার আইপিএল থেকে সরে দাঁড়ালেন দুই আম্পায়ার নীতিন মেনন এবং পল রিফেল। নীতিন মেনন ভারতীয় আম্পায়ার অপরদিকে পল রিফেল অস্ট্রেলিয়ার বাসিন্দা। আইসিসির এলিট প্যানেলে থাকা একমাত্র উপায় আম্পায়ার হচ্ছেন নীতিন মেনন। সম্প্রতি বেশ কয়েকটি সিরিজে নীতিন মেননের আম্পায়ারিং ব্যাপক প্রশংসা পেয়েছি বিশ্বজুড়ে।

জানা গিয়েছে নীতিন মেননের পরিবারের বেশ কয়েকজন সদস্য করোনায় আক্রান্ত হয়ে পড়েছেন আর পরিবারের এই কঠিন সময়ে পরিবারের মানুষদের পাশে দাঁড়ানোর জন্য তিনি আইপিএল ছেড়ে বাড়ি ফিরে গিয়েছেন। বিসিসিআইয়ের এক কর্তা জানিয়েছেন, “পরিবারের বেশ কয়েকজন সদস্য করোনায় আক্রান্ত হয়ে পড়ায় আইপিএল ছেড়ে তড়িঘড়ি বাড়ি ফিরে গিয়েছেন তিনি। কারণ পরিবারের এমন খারাপ সময়ে তার পক্ষে ম্যাচ পরিচালনা করা সম্ভব হয়ে উঠছিল না। তবে আমরা আগে থেকেই বেশ কয়েকজন আম্পায়ারকে তৈরি করে রেখেছিলাম তাই ম্যাচ পরিচালনা করতে আমাদের কোন সমস্যা হবে না।”

https://twitter.com/sportstarweb/status/1387623532989874176?s=20

Udayan Biswas

সম্পর্কিত খবর