বয়স ৪৫, বিজেপির সর্বকনিষ্ঠ জাতীয় কার্যকরী সভাপতি হলেন নীতিন নবীন, শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

Published on:

Published on:

Nitin Nabin is the national Working President of BJP.
Follow

বাংলা হান্ট ডেস্ক: বিজেপির জাতীয় কার্যকরী সভাপতি হিসেবে নাম ঘোষণা করা হল বিহারের মন্ত্রী নীতিন নবীনের (Nitin Nabin)। ইতিমধ্যেই এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি সামনে এসেছে। যেখানে বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক অরুণ সিং জানিয়েছেন, ‘ভারতীয় জনতা পার্টির সংসদীয় বোর্ড বিহার সরকারের মন্ত্রী নীতিন নবীনকে ভারতীয় জনতা পার্টির জাতীয় কার্যকরী সভাপতি হিসেবে নিযুক্ত করছে।’ পাশাপাশি, ঐ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে যে, তাৎক্ষণিকভাবেই এই নিযুক্তি কার্যকর হচ্ছে।

বিজেপির জাতীয় কার্যকরী সভাপতি হলেন নীতিন নবীন (Nitin Nabin):

বিজেপির জাতীয় কার্যকরী সভাপতি হলেন নীতিন নবীন: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, এই ঘোষণার পর নীতির নবীন জেপি নাড্ডার স্থলাভিষিক্ত হচ্ছেন। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, বর্তমানে নীতির নবীনের বয়স হল ৪৫ বছর। এমতাবস্থায়, তিনি বিজেপির সর্বকনিষ্ঠ জাতীয় সভাপতি হিসেবে বিবেচিত হচ্ছেন।

এদিকে, ইতিমধ্যেই নীতিন নবীনকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যেখানে প্রধানমন্ত্রী তাঁর শুভেচ্ছা বার্তায় বলেছেন, ‘কঠোর পরিশ্রমী কর্মকর্তা হিসেবে শ্রী নীতিন নবীনজি নিজেকে স্বতন্ত্র করে তুলেছেন। তিনি একজন তরুণ এবং পরিশ্রমী নেতা। এছাড়াও, তাঁর সাংগঠনিক অভিজ্ঞতার পাশাপাশি, বিহারে বিধায়ক এবং মন্ত্রী হিসাবে একাধিকবার তাঁর মনোমুগ্ধকর রেকর্ড রয়েছে।’

আরও পড়ুন: নিজের বিলাসবহুল জেটেই ভারতে এসেছেন মেসি! রয়েছে আলট্রা-লাক্সারি ফিচার্স, দাম কত জানেন?

প্রধানমন্ত্রী আরও বলেন, মানুষের আশা-আকাঙ্খা পূরণের ক্ষেত্রে নীতিন নবীনজি নিরলসভাবে পরিশ্রম করে গিয়েছেন। এর পাশাপাশি প্রধানমন্ত্রী আত্মবিশ্বাসীদের নীতিনের মাধ্যমে বিজেপি আরও শক্তিশালী হবে। প্রসঙ্গত উল্লেখ্য যে, ১৯৮০ সালের ২৩ মে জন্মগ্রহণ করা নীতিন নবীন দীর্ঘদিন ধরেই বিজেপির সঙ্গে যুক্ত।

আরও পড়ুন: এবারের সফরে কেন ভারতে ম্যাচ খেলছেন না মেসি? সামনে এল সেই কারণ, জানলে চমকে উঠবেন

তিনি বর্ষীয়ান বিজেপি নেতা তথা প্রাক্তন বিধায়ক নবীন কিশোর প্রসাদ সিনহার পুত্র। রাজনৈতিক পরিসরে বড় হওয়া নীতিন ২০০৬ সালে তাঁর বাবার মৃত্যুর পর সক্রিয়ভাবে রাজনীতিতে যুক্ত হন। তিনি ২০০৬ সালে প্রথমবার পাটনা পশ্চিম থেকে উপনির্বাচনে জয়লাভ করার মাধ্যমে বিহার বিধানসভার সদস্য সদস্য হন। চলতি বছরে অর্থাৎ
২০২৫ সালে নীতিন নবীন বিহারের নীতীশ মন্ত্রিসভার সদস্য হয়েছেন। এর আগেও বিহারের মন্ত্রিসভায় বিভিন্ন দায়িত্বে ছিলেন তিনি। পাশাপাশি, বিজেপির হয়ে তিনি বিভিন্ন সময়ে গুয়াহাটি থেকে শুরু করে জম্মু ও কাশ্মীরেও দক্ষতার সঙ্গে কাজ করেছেন।