CAA নিয়ে সুর বদল নীতিশের! অস্বস্তি বাড়ল বিজেপির

বাংলা হান্ট ডেস্কঃ  বিহারে এনআরসি করার কোনও প্রশ্ন নেই, সিএএ-এর প্রয়োজন রয়েছে কিনা তা ভাবা দরকার আছে, বিধানসভার অধিবেশনের শুরুর দিনেই সুর বদলালেন জেডিইউ প্রধান তথা বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার । নীতিশের এহেন মন্তব্যে আরও কিছুটা অস্বস্তি বাড়ল বৈকি গেরুয়া শিবিরে, এমনটাই মনে করছে বিশেষজ্ঞ মহল ।

Nitish Kumar 1 e

সোমবার বিহারের বিধানসভার অধিবেশন শুরু হওয়ার সঙ্গে সঙ্গে এনআরসি এবং সিএএ-র বিরোধিতায় শোরগোল পড়ে যায় । আরজেডি-র বিধায়করা হইহট্টগোল শুরু করে দেয় । প্রথমে এনআরসি নিয়ে বিরোধিতা না করলেও সিএএ নিয়ে সরকারের সমর্থন জানিয়েছিলেন নীতিশ কুমার । কিন্তু তার পরেই দলের বিরুদ্ধে তোপ দাগেন জেডিইউ দলের নেতা এবং ভোট কৌশলী প্রশান্ত কিশোর । সংবিধানের  নীতি-আদর্শের কথা তুলে ধরেন বিধানসভায় । এরপরেই পাল্টি খেয়ে যান  নীতিশ কুমার ।

প্রথমে তো আরজেডির বিধায়করা ক্ষিপ্ত হয়ে উঠেছিলেন নীতিশের বক্তৃতায় । তবে এনআরসি ইস্যুতে প্রথম থেকে বিরোধিতা করেছে নীতিশ কুমারের সরকার । তিনি বলেছিলেন, তাঁর রাজত্বকালে সংখ্যালঘুদের উপর কোনও অবিচার হবে না । এদিকে গতকাল অর্থাত্ ১২ জানুয়ারি জেডিইউ-এর সহ সভাপতি এ কথা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বিহারে কোনও এনআরসি হবে, নাগরিকত্ব আইনও লাগু হবে না ।

প্রসঙ্গত, শুক্রবার গেজেট বিজ্ঞপ্তি দিয়ে সিএএ লাগু হওয়ার কথা জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার । এই আইন অনুযায়ী, পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশের অমুসলিম শরণার্থীরা যারা ধর্মীয় নিপীড়িত হয়েছে, তাদেরকে নাগরিকত্ব দেবে ভারত ।

সম্পর্কিত খবর