‘২০২৪ লোকসভা নির্বাচনে BJP ৫০ আসনে নেমে আসবে যদি ..’, বিস্ফোরক দাবি নীতীশের

বাংলা হান্ট ডেস্কঃ ২০২৪ সালের নির্বাচনে বিজেপির (Bharatiya Janata Party) আসন ৫০-এ নেমে যেতে পারে! তবে এই চমৎকার কিভাবে হবে? অবশেষে তা খোলসা করলেন বিহারের (Bihar) মুখ্যমন্ত্রী নীতীশ কুমার (Nitish Kumar)। একই সঙ্গে দেশের সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপট প্রসঙ্গে কেন্দ্র সরকারকে কটাক্ষও ছুড়ে দেন তিনি।

উল্লেখ্য, সম্প্রতি বিহারে বিজেপির সঙ্গ ত্যাগ করে কংগ্রেস এবং আরজেডিকে সঙ্গে নিয়ে পুনরায় একবার ক্ষমতায় বসেন নীতীশ কুমার। ফলে সেই রাজ্যে ক্ষমতা হাতছাড়া হয় বিজেপির। এরপর থেকেই নীতীশের জেডিইউকে ভাঙতে তৎপর হয়ে উঠেছে পদ্মফুল শিবির। সম্প্রতি, মণিপুরে জনতা দল ইউনাইটেড-এর পাঁচ বিধায়ক বিজেপিতে যোগদান করেছেন আর এবার এ সকল বিষয় নিয়েই মুখ খুললেন জেডিইউ প্রধান।

নীতীশ বলেন, “বর্তমানে গোটা দেশে যা হয়ে চলেছে, তা থেকে এটাই প্রমাণিত হচ্ছে যে, এক শ্রেণীর মানুষ কি ধরনের কাজ করে চলেছে। অন্য দল ভাঙিয়ে ওরা যে লোক এনে চলেছে, এটা কি সাংবিধানিক?” একইসঙ্গে মণিপুরে বিধায়কদের দলত্যাগ প্রসঙ্গে তিনি বলেন, “আমরা যখন বিজেপি থেকে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিই, তখন অন্যান্য সকল রাজ্যের নেতাদের সঙ্গে কথা হয়েছিল। মণিপুরের যে বিধায়করা বর্তমানে বিজেপিতে যোগদান করেছে, তারাও ওই সময় আমাদের শুভেচ্ছা জানায়। অথচ এরাই দলত্যাগ করে বসলো। বিজেপি যেভাবে অন্য দল ভাঙিয়ে লোক নিয়ে চলেছে, তা অনুচিত।”

এদিন জেডিইউয়ের কার্যনির্বাহী বৈঠকের পর নীতীশের গলায় শোনা যায় ‘বিরোধী ঐক্যের’ কথা। উল্লেখ্য, সম্প্রতি বিহারে পুনরায় একবার ক্ষমতায় বসার পর থেকেই আগামী লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে ক্রমশ নীতীশের নাম উঠে আসতে শুরু করেছে। আর তার মাঝেই বিরোধী ঐক্য প্রসঙ্গ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

Untitled design 2022 08 12T131210.234

এদিন জেডিইউ প্রধান বলেন, “বিরোধী দলগুলি ঐক্যবদ্ধ হয়ে যদি লোকসভা নির্বাচনে লড়াই করতে পারে, তাহলে বিজেপির আসন সংখ্যা ৫০-এর নিচে নামানো যাবে। আমি সেই চেষ্টাই ক্রমাগত করে চলেছি।” উল্লেখ্য, অতীতে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গলাতেও একাধিকবার বিরোধী ঐক্যের প্রসঙ্গ শোনা যায় আর এবার বিহারের মুখ্যমন্ত্রীও সেই প্রসঙ্গেই মত প্রকাশ করলেন। তবে ২০২৪ লোকসভা নির্বাচনের পূর্বে বিজেপির বিরুদ্ধে আদৌ বিরোধীদের এক সূত্রে নিয়ে আসা সম্ভব হয় কিনা, আপাতত সেদিকেই তাকিয়ে দেশবাসী।


Sayan Das

সম্পর্কিত খবর