ভোটগণনার মাঝেই বড় খবর! নীতিশ কুমার পেলেন ডেপুটি PM হওয়ার অফার, ইচ্ছে প্রকাশ ইন্ডিয়া জোটের

বাংলা হান্ট ডেস্ক: সদ্য শেষ হওয়া লোকসভা নির্বাচনের (Lok Sabha Election) ফলাফল এবার ক্রমশ স্পষ্ট হতে শুরু করেছে। এখনও পর্যন্ত পরিসংখ্যান অনুযায়ী এগিয়ে রয়েছে NDA। তবে, ইন্ডিয়া জোটও ভালো টক্কর দিচ্ছে। NDA আপাতত ২৯৯ টি আসনে এগিয়ে রয়েছে। এর মধ্যে JDU-এর ১৪ টি আসন রয়েছে। এমন পরিস্থিতিতে সরকার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে JDU। এদিকে সূত্রের খবর অনুযায়ী, নীতীশ কুমারকে (Nitish Kumar) ডেপুটি PM অর্থাৎ উপ-প্রধানমন্ত্রী করার প্রস্তাব দিয়েছে ইন্ডিয়া অ্যালায়েন্স (INDIA  Alliance)।

জানা গিয়েছে এর আগে নীতীশ কুমারের সঙ্গে কথা বলেছেন শরদ পাওয়ারও। তবে, JDU থেকে বলা হয়েছে যে তারা NDA-র অংশ থাকবে। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, নীতীশ কুমার যখন বিহারে মহাজোটের সরকার চালাচ্ছিলেন এবং কংগ্রেস ছাড়া RJD-ও তাঁর সাথে ছিল, তখন বিরোধী দলগুলিকে একত্র করার জন্য নীতীশ কুমার বৈঠক শুরু করেছিলেন। কিন্তু পরে তিনি মহাজোট ছেড়েছিলেন।

Nitish Kumar got offer to become Deputy PM.

শুধু তাই নয়, মহাজোট ছাড়ার পর নীতীশ কুমার বিজেপির সঙ্গে হাত মিলিয়ে NDA-তে যোগ দেন। যার ফলে রাজনৈতিক ক্ষেত্রে তীব্র উত্তেজনা পরিলক্ষিত হয়েছিল। এদিকে, সাম্প্রতিক তথ্য অনুসারে, বর্তমানে বিজেপি ২৩৮ টি আসনে এগিয়ে রয়েছে। জিতেছে ৩ টি আসনে। এছাড়া ইন্ডিয়া জোট ২২৮ টি আসনে এগিয়ে রয়েছে।

আরও পড়ুন: শেয়ার মার্কেটে বিরাট পতন! মুহূর্তের মধ্যে ১০ লক্ষ কোটি টাকার ক্ষতি আদানির

এর আগে, দিল্লি সফরে থাকাকালীন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার গত সোমবার পাটনা যাওয়ার আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাথে দীর্ঘ ফোনালাপ করেছিলেন। সোমবার দুপুরে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও দেখা করেন।

আরও পড়ুন: নির্বাচনে ফলপ্রকাশের দিন রক্তাক্ত শেয়ার বাজার! ৫,০০০-এর বেশি নামল সেনসেক্স, মাথায় হাত বিনিয়োগকারীদের

এদিকে, প্রধানমন্ত্রীর বাসভবনে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে বৈঠক এবং কয়েক ঘণ্টা পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে নীতীশ কুমারের ফোনালাপ মঙ্গলবার ভোটগণনা ও নির্বাচনের ফলাফলের পর সরকার গঠনের পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর