তৃতীয়বার মোদী সরকার! NDA-র বৈঠক শেষে বিজেপিকে ফুল সাপোর্টের ঘোষণা নিতিশ, নাইডুর

বাংলা হান্ট ডেস্ক: এবারের লোকসভা নির্বাচনে (Lok Sabha Election) ফলাফল সামনে আসার পর থেকেই সরকার গঠনের সমীকরণ ক্রমশ জটিল হয়ে উঠেছিল। পাশাপাশি, এই বিষয়টিতে শুরু হয়েছিল তুমুল জল্পনাও। যদিও, এবার সমস্ত জল্পনার অবসান ঘটল। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, এবার তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হতে চলেছেন নরেন্দ্র মোদী (Narendra Modi)। অর্থাৎ, এই বিষয়ে এখন আর কোনো সন্দেহ রইলনা।

জানিয়ে রাখি যে, এবারের লোকসভা নির্বাচনের ফলাফল অনুযায়ী সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বিজেপির নেতৃত্বাধীন NDA জোট। এদিকে, দেশের ২৪০ টি আসনে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থীরা। যদিও, দলটি ২৭২-এর ম্যাজিক ফিগারে পৌঁছতে পারেনি। আর সেই জন্যই সরকার গঠনের লক্ষ্যে NDA-র সমর্থন প্রয়োজন ছিল। এদিকে, ২০১৯ এবং ২০২৪ সালে বিজেপি জিতেছিল যথাক্রমে ৩০২ এবং ২৮৪ টি আসন।

   

Nitish, Naidu announced full support to BJP after NDA meeting.

এমন পরিস্থিতিতে, দিল্লিতে সরকার গঠনের জন্য বুধবার সম্পন্ন হয় NDA-র বৈঠক। যেটি ইতিমধ্যেই শেষ হয়েছে। এমতাবস্থায়, এবার নীতীশ কুমার ও চন্দ্রবাবু নাইডুর প্রসঙ্গে বড় আপডেট সামনে এসেছে। সূত্রের খবর অনুযায়ী, নীতীশ কুমার এবং চন্দ্রবাবু নাইডু বৈঠকে সমর্থনের চিঠি জমা দিয়েছেন। এদিকে, এই বৈঠকের পর জোটের নেতৃত্বরা সরকার গঠনের দাবি পেশ করবেন।

আরও পড়ুন: চোটের জন্য বাদ তারকা অলরাউন্ডার! বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে ম্যাচের আগে ঝটকা পাকিস্তানে

তবে, সরকার গঠন নিয়ে প্রথম থেকেই চরম আত্মবিশ্বাসী ছিলেন বিজেপির নেতৃত্বরা। কার্নাল লোকসভা কেন্দ্র থেকে বিজেপির জয়ী প্রার্থী মনোহর লাল খাট্টার জানিয়েছিলেন যে নিশ্চিতভাবে সরকার গঠন করা হবে। এক্ষেত্রে কোনো চিন্তা নেই। পাশাপাশি বিজেপি নেত্রী শাইনা এন. সি. জানিয়েছেন, “এটা গর্বের বিষয়ে যে নরেন্দ্র মোদী তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হতে চলেছেন। মানুষ প্রধানমন্ত্রী এবং বিজেপির প্রতি আস্থা রেখেছেন। NDA সরকার গঠিত হবে।”

আরও পড়ুন: বিরাট ধাক্কা! একদিনেই ২০৭৯৪১২৬৯৫০০০ টাকা হারালেন আদানি, সম্পদ কমলেও বাজিমাত আম্বানির

পাশাপাশি, তিনি বিরোধী ইন্ডিয়া জোটকে খোঁচা দিয়ে বলেন যে, “বিজেপির ২৪০ টি আসন সমগ্র ইন্ডিয়া জোটের থেকেও বেশি। মানুষ স্পষ্টতই প্রধানমন্ত্রী মোদীর প্রতি আস্থা রেখেছেন। আমরা উন্নত ভারতের জন্য কাজ করে যাব।” এদিকে, বিজেপি নেতা মাধবী লতা বলেন, “দল হিসেবে বিজেপি জানে কিভাবে সরাসরি লড়াই করতে হয়।”

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর