বাংলা হান্ট নিউজ ডেস্কঃ গতকাল হ্যারি ব্রুকের (Harry Brook) দুর্দান্ত শতরান এবং মায়াঙ্ক মারখান্ডের (Mayank Markande) বুদ্ধিদীপ্ত বোলিংয়ে ভর করে কলকাতা নাইট রাইডার্সকে (KKR) হারিয়ে টানা দ্বিতীয় ম্যাচে জয় পেয়েছে এইডেন মার্করমের সানরাইজার্স হায়দরাবাদ (SRH)। প্রথমে ব্যাট করতে নেমে নাইটদের সামনে ২৩০ রানের লক্ষ্য রেখেছিল এসআরএইচ। এরপর রিঙ্কু সিং (Rinku Singh) এবং অধিনায়ক নীতিশ রানা (Nitish Rana) মরিয়া চেষ্টা করেও দলকে জেতাতে পারেননি।
রানা এবং রিঙ্কু দুজনেই ঝোড়ো অর্ধশতরান করেন। কিন্তু তা সত্ত্বেও কেকেআরকে ২৩ রানের ব্যবধানে হারতে হয়েছিল। ম্যাচের পর খুব স্বাভাবিকভাবেই হতাশ ছিলেন কেকেআর অধিনায়ক নীতিশ রানা। একটি সাক্ষাৎকার দেওয়ার সময় তার প্রশংসা করা হলে তিনি সরাসরি বলেন প্রশংসা শুনতে ভালো লাগছে কিন্তু ম্যাচ জিততে পারলে আরও ভালো লাগতো।
অধিনায়ক হওয়ার পরে নীতিশ রানার দায়িত্ব অনেকটা বেড়ে গিয়েছে। তাকে দলের সকলেই সমস্যার সময়ে পাশে পেতে চাইছে। নিজের পক্ষে তোর যতটা সম্ভব বোলারদের এবং ব্যাটারদের পাশে দাঁড়াচ্ছেন কেকেআর অধিনায়ক। পরামর্শ নিতে দেখা গিয়েছে তাকে। ম্যাচ শেষে সাক্ষাৎকারে এসে একটি তাৎপর্যপূর্ণ মন্তব্য করে গিয়েছেন তিনি।
নিতিশ রানা সরাসরি জানিয়ে দিয়েছেন যে তিনি এবং রিঙ্কু খুব খোলা মনে ব্যাটিং করেছিলেন এবং যতটা সম্ভব এই টার্গেটের কাছাকাছি পৌঁছানোর চেষ্টা করেছিলেন। তিনি জানতেন রিঙ্কু গুজরাট টাইটান্সের বিরুদ্ধে যেটা করে দেখিয়েছেন সেটা রোজ রোজ হবে না। ফলে তিনি দলের অপর যে জায়গা গুলি দুর্বল সেগুলো নিয়ে মুখ খুলেছেন।
তিনি জানিয়েছেন যে দলের বোলিংয়ে সমস্যা রয়েছে এবং সেখানে উন্নতি দরকার এবং তারা ভবিষ্যতে তেমনটাই করার চেষ্টা করবেন। কোন নির্দিষ্ট বলারের নাম করেননি তিনি তবে তিনি জানিয়েছেন যে তার তারকা বোলারই যদি সবচেয়ে বেশি রান দিয়ে বসে তাহলে গোটা ব্যাপারটা তার হাত থেকে বেরিয়ে যায়। তবে তিনি এটাও জানাতে হলেন নি যে বোলারদের আজকে খারাপ সময় গেলেও পরের ম্যাচে এরাই হয়তো তাকে ম্যাচ জিতিয়ে দেবে। তবে বিপক্ষ যখন আক্রমণ করবে ব্যাট হাতে তখন বোলারদের নার্ভ ধরে রাখার ব্যাপারটি নিয়ে আলোচনা করতে হবে, সেটা স্পষ্ট করে দিয়েছেন নীতিশ।