বাংলা হান্ট ডেস্ক: শুরু হয়ে গিয়েছে ক্রিকেটের মেগা টুর্নামেন্ট IPL (Indian Premier League)। তবে, IPL-এর সফর শুরু হলেও চিন্তামুক্ত হতে পারছে না KKR (Kolkata Knight Riders)। এমনিতেই চোটের জন্য গতবারের IPL-এ মাঠে নামতে পারেননি শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। এমতাবস্থায়, গতবারে KKR-এর অধিনায়কত্বের দায়িত্ব পেয়েছিলেন নীতীশ রানা (Nitish Rana)। তবে, চলতি বছরে শ্রেয়স স্কোয়াডে ফিরে কলকাতাকে নেতৃত্ব দিলেও তাঁর ফিটনেসের বিষয়ে থেকে যাচ্ছে বড় প্রশ্ন। আর এই বিষয়টির জন্যই চিন্তা বাড়ছে KKR শিবিরের।
মূলত, এই টুর্নামেন্টের প্রথম কয়েকটি ম্যাচের জন্য শ্রেয়সের মাঠে নামা নিয়ে শুরু হয়েছে জল্পনা। প্রসঙ্গত উল্লেখ্য যে, অস্ত্রোপচারের পরে ফিট হয়ে গত বছরের বিশ্বকাপের মঞ্চে জাতীয় দলে ফিরতে দেখা যায় আইয়ারকে। এদিকে, চলতি বছরে ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজের সময়েই পিঠের পুরনো ব্যথায় কাবু হয়ে পড়েন তিনি। এমনকি, ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ ৩ টি টেস্ট ম্যাচ খেলতে পারেননি শ্রেয়স। যদিও, তাঁকে মুম্বইয়ের হয়ে রঞ্জিত ট্রফির সেমিফাইনাল এবং ফাইনাল খেলতে দেখা যায়।
তবে, রঞ্জি ফাইনালের দ্বিতীয় ইনিংসে ব্যাট করার সময়ে ফের পিঠের চোটের কারণে সমস্যার সম্মুখীন হতে হয় আইয়ারকে। এমনকি, অবস্থা এতটাই বেগতিক হয়ে যায় যে, তাঁকে মাঠেই বার দু’য়েক ফিজিওর সাহায্য নিতে হয়। এমতাবস্থায়, তখন থেকেই চলতি বছরেও তাঁর IPL-এ খেলা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। তবে, যথাসময়ে নাইট শিবিরে উপস্থিত হয়ে যান তিনি।
আরও পড়ুন: ভয়াবহ দুর্ঘটনা! ফের অগ্নিকান্ড এক্সপ্রেস ট্রেনে, চরম আতঙ্কে যাত্রীরা
চলতি বছরে IPL-এর নির্ধারিত সূচি অনুযায়ী, ঘরের মাঠ অর্থাৎ ইডেনে সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে IPL-এ নিজেদের সফর শুরু করবে KKR। তবে, প্রথম ম্যাচের আগেই ক্যাপ্টেন আইয়ারের চোট নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট সামনে আনলেন নীতীশ রানা। মূলত, টাইমস অফ ইন্ডিয়ার সঙ্গে আলোচনার সময়ে নীতীশ জানিয়ে দেন যে, প্রয়োজন অনুযায়ী গতবারের মতো এই বছরও কয়েকটি ম্যাচের নেতৃত্বের দায়ভার তুলে নিতে তিনি প্রস্তুত।
আরও পড়ুন: কারোর পৌষমাস, কারোর সর্বনাশ! Paytm থেকে চাকরি ছেড়ে ১০,০০০ কোটির কোম্পানি গড়লেন কর্মচারীরা
এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, IPL-এর শুরুর কয়েকটি ম্যাচ শ্রেয়স যদি খেলতে না পারেন সেক্ষেত্রে নিশ্চিতভাবেই অধিনায়কত্বের সুযোগ পাবেন রানা। তিনি বলেন, “ইতিমধ্যেই শ্রেয়স দলে ফিরেছে এবং ওকে ফিট দেখাচ্ছে। তবে সাম্প্রতিক অতীতে ওর ফিটনেস নিয়ে কিছু সমস্যা দেখা দিয়েছিল। সুতরাং, কোনও কিছুই এখন নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। তবে, আশা করি যে, আমাকে ফের নেতৃত্বের দায়িত্ব নিতে হবে না। আমার বিশ্বাস শ্রেয়স প্রতিটি ম্যাচেই ক্যাপ্টেন্সি করবে। তবে, যদি তেমন পরিস্থিতি তৈরি হয় এবং আমাকে ক্যাপ্টেন হতে হয়, সেক্ষেত্রে আমি পুরোপুরি প্রস্তুত রয়েছি।”