বাংলা হান্ট নিউজ ডেস্ক: কাল আইপিএলে নিজেদের চতুর্থ ম্যাচে দুরন্ত জয় পেয়েছে কলকাতা নাইট রাইডার্স। প্যাট কামিন্স ১৫ বলে অপরাজিত ৫৬ রানের ইনিংস খেলার পর কেকেআর ম্যাচটি পাঁচ উইকেটে জিতেছিল যাতে দুইবারের চ্যাম্পিয়নরা ১৫ ওভারের মধ্যেই মুম্বাই ইন্ডিয়ান্স-এর ১৬২ রানের লক্ষ্য তাড়া করতে সক্ষম হয়। কিন্তু এই ম্যাচে কোড অফ কন্ডাক্ট লঙ্ঘনের জন্য কলকাতা নাইট রাইডার্স ব্যাটার নীতীশ রানাকে তার ম্যাচ ফি এর ১০ শতাংশ জরিমানা করা হয়েছিল এবং মুম্বাই ইন্ডিয়ান্সের পেসার যশপ্রীত বুমরাকে সতর্ক করা হয়েছিল। উভয় ক্রিকেটারই বুধবার পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে কেকেআর বনাম এমআই আইপিএল ম্যাচের অংশ ছিলেন।
আইপিএল গভর্নিং কাউন্সিল একটি অফিসিয়াল বিবৃতিতে বলেছে “কলকাতা নাইট রাইডার্সের নীতীশ রানাকে তিরস্কার করা হয়েছে এবং পুনেতে মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে তার দলের ম্যাচের সময় টাটা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আচরণবিধি লঙ্ঘনের জন্য তার ম্যাচ-ফির ১০ শতাংশ জরিমানা করা হয়েছে। মিঃ রানা আইপিএল কোড অফ কন্ডাক্টের লেভেল ওয়ান অপরাধ স্বীকার করেছেন এবং নিষেধাজ্ঞা গ্রহণ করেছেন।”
এরপর মুম্বাই ইন্ডিয়ান পেসার বুমরাকে নিয়ে বলা হয়েছে “মুম্বাই ইন্ডিয়ান্সের যশপ্রীত বুমরাহকে পুনেতে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে তার দলের ম্যাচের সময় টাটা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আচরণবিধি লঙ্ঘনের জন্য তিরস্কার করা হয়েছে। মিঃ বুমরা আইপিএল কোড অফ কন্ডাক্টের লেভেল ওয়ান অপরাধ স্বীকার করেছেন এবং নিষেধাজ্ঞা গ্রহণ করেছেন।”
বিবৃতিতে আরও যোগ করে বলা হয়েছে “আচরণবিধির লেভেল ওয়ান লঙ্ঘনের জন্য, ম্যাচ রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত এবং বাধ্যতামূলক।” অফিসিয়াল বিবৃতিতে অবশ্য কোনও ঘটনার বিবরণ দেওয়া হয়নি যার জন্য রানার জরিমানা এবং বুমরাকে তিরস্কার করা হয়েছে।