মিশন বাংলার বৈঠকের জন্য আজ অমিত শাহের বাড়িতে যাচ্ছেন দিলীপরা

2021 এর বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে এগোতে চাইছে রাজ্য বিজেপি৷ লোকসভা নির্বাচনে রাজ্যে ব্যাপক সাফল্য আসার পর এ বার বিধানসভা নির্বাচনের জন্য রণতরী সাজাচ্ছে গেরুয়া বাহিনী৷ তাই দলের সাংগঠনিক কাজ কর্ম এবং অগ্রগতি নিয়ে আলোচনার জন্য আজ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বাড়িতে হতে চলেছে একটি বৈঠক৷ মিশন বাংলা নামে এই বৈঠকে হাজির থাকবেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ মুকুল রায় রাহুল সিনহা ও সুব্রত চট্টোপাধ্যায়৷

সপ্তদশ লোকসভা নির্বাচনে রাজ্যে বিজেপি র যেভাবে নজরকাড়া সাফল্য এসেছে তাতেই শাসক শিবিরকে একেবারে গোড়া থেকে উপড়ে ফেলতে মরিয়া হয়ে উঠেছে বিজেপি৷ তাই বুধবার দলের সাংগঠনিক বৈঠকেই সাংগঠনিক অগ্রগতি সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা হবে বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ৷ পাশাপাশি বিভিন্ন কেন্দ্রীয় কর্মসূচি কী ভাবে পালন করা হচ্ছে সেই সংক্রান্ত খতিয়ান তুলে ধরা হবে এ দিনের বৈঠকে৷

এমনিতেই রাজ্যে বিধানসভা নির্বাচনে তৃণমূলের কার্যকরের মেয়াদ শেষ হবে বলেই বার বার বিজেপি নেতৃত্বরা হুঁশিয়ারি দিচ্ছেন৷ তাই তৃণমূলকে চিরতরে নির্মূল করতে দফায় দফায় বৈঠক করার সিদ্ধান্ত নিজেই কেন্দ্রীয় নেতৃত্ব৷ গোষ্ঠীদ্বন্দ্ব এড়িয়ে কী ভাবে সাফল্য লাভ করা যায় এই বিষয়ে বারবার বিস্তারিত আলোচনা হচ্ছে দলীয় অন্দরে৷ অন্যদিকে দলের সাংগঠনিক কাজকর্মের হিসেব দিতে কিছু দিনের মধ্যেই রাজ্য সফরে আসছেন মোহন ভাগবত৷ একাধিক কর্মসূচি নিয়েই রাজ্যে আসছেন তিনি৷


সম্পর্কিত খবর