বারাসাত টু দিঘা লোকাল ট্রেন! কখন কখন ছাড়ে? বড় বিবৃতি দিল পূর্ব রেল

বাংলা হান্ট ডেস্ক : বাঙালির কাছে দীঘা (Digha) নামটা বড়ই কাছের। শুধু যে শীতের মরশুম তাই না, সারাবছরই বাঙালির ভিড় লেগে থাকে দীঘা জুড়ে। সমুদ্রপ্রেমীদের কাছে দীঘার মাহাত্ম্যই আলাদা। শীত হোক কী গ্রীষ্ম, দীঘাতে ভিড় থাকে সারা বছরই। যাতায়াতের সুবিধার জন্য, সপ্তাহান্তের ভিড়ে অনেকে দীঘাকে বেছে নেন। কিন্তু এবার এমন এক খবর ভাইরাল (Viral News) হয়েছে যা শুনে খুশির হাওয়া বঙ্গে।

দীঘা তো অনেক উপায়ে যাওয়া যায়। সে নিজের দুই চাকা অথবা চার চাকার বাহন হোক কি বাস বা ট্রেন, দীঘা পৌঁছানোর অপশন রয়েছে অনেক। এরমধ্যে নিজের বাহন থাকলে বেশি সুবিধা হয়, কিন্তু তা না থাকলেও অসুবিধা নেই। এক্ষেত্রে সবচেয়ে উপযোগী অপশন হতে পারে ট্রেন (Indian Railways)। বেশ কয়েকটি ট্রেন রয়েছে যা হাওড়া থেকে দীঘার উদ্দেশ্যে রওয়ানা হয়।

হাওড়া (Howrah) তো হল, কিন্তু এবার একটা খবর ভাইরাল হয়েছে যে, দীঘা যাওয়ার ট্রেন চলতে পারে বারাসাত (Digha-Barasat) থেকেই! বলা হচ্ছে, বারাসাত এবং আশেপাশের অঞ্চলের মানুষকে আর হাওড়া পর্যন্ত কষ্ট করে এসে ট্রেন ধরতে হবেনা। এবার বারাসাত থেকেই বিশেষ ট্রেনের মাধ্যমে দীঘা পৌঁছে যাবেন আপনি। এমনকি শোনা যাচ্ছে এই ট্রেনের উদ্বোধন করতে পারেন খোদ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)।

আরও পড়ুন : সেনা সরছেই, ভারতীয় হেলিকপ্টারের উপর দখল মালদ্বীপ সেনার! চিনের কোলে বসে হম্বিতম্বি মুইজ্জুর

1642844110 digha

সোশ্যাল মিডিয়ার দাবি, বারাসাত এবং দীঘার মধ্যে EMU পরিষেবা শুরু হতে পারে। ট্রেনটি বারাসাত থেকে ছাড়বে ভোর সওয়া পাঁচটায়। এই ট্রেন দীঘা পৌঁছাবে বেলা সাড়ে এগারোটা নাগাদ। ফিরতি ট্রেন অর্থাৎ দীঘা থেকে বারাসাতের উদ্দেশ্যে ট্রেন ছাড়বে দুপুর দেড়টা নাগাদ। সেই ট্রেন বারাসাত এসে পৌঁছবে সন্ধ্যা 7:40 নাগাদ। সোশ্যাল মিডিয়াতে এমনই শিডিউল এবং খবর ঘুরে বেড়াচ্ছে।

আরও পড়ুন : ভোটের মুখে বড় খবর, প্রায় ১২ হাজার শূন্যপদে নিয়োগ! এইদিন থেকে শুরু আবেদন

কিন্তু রেল কী জানাচ্ছে এই খবর সম্পর্কে?

সোশ্যাল মিডিয়াতে বিষয়টি নিয়ে নানান কথা শোনা যাচ্ছে। বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ছড়িয়ে রয়েছে এই তথ্য। কিন্তু খবরের সত্যতা নিয়ে মুখ খোলেন পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র। তিনি বিষয়টি সম্পর্কে বলেন যে, ‘এই খবরটি সম্পূর্ণভাবে অসত্য, ভিত্তিহীন এবং বিভ্রান্তিকর। দয়া করে এ ধরণের অসত্য খবর থেকে নিজেকে দূরে রাখুন।’

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর