কোনো গড়িমসি নয়, মহিলাদের নিরাপত্তার অভিযোগ এলে পুলিশকে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ মমতার

বাংলা হান্ট ডেস্ক : শহর কলকাতার বুকে মহিলাদের নিরাপত্তা নিয়ে বার বার প্রশ্ন উঠে। কখনও শ্লীলতাহানি আবার কখনও রাতের শহরে মহিলাদের যৌন নির্যাতনের মতো ঘটনা ঘটে আর তাতে বারবার পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ ওঠে। তবে এ বার মহিলাদের নিরাপত্তার দিক খতিয়ে দেখে মহিলাদের নিরাপত্তার জন্য দ্রুত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।Mamata Banerjee meeting Bengal doctos 1

কোনো অভিযোগ এলে সঙ্গে সঙ্গে যাতে ব্যবস্থা গ্রহণ করা হয় সে ব্যাপারেও কড়া হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি নিরাপত্তার ব্যবস্থা নিতে পুলিশের দেরি হলেই নবান্নের তরফে কড়া ব্যবস্থা নেওয়ার কথাও জানান মমতা। অনেক সময় শহর কলকাতার যে কোনও জায়গায় এ ধরনের কোনও ঘটনা ঘটলে স্থানীয় পুলিশ প্রশাসন অন্য থানার ঘটনা বলেই দায় সারে কিন্তু এবার অন্য থানার ঘটনা বলে দায় এড়াতে পারবেন না পুলিশ আধিকারিকরা। মহিলাদের তরফে সেই থানায় অভিযোগ দায়ের করা হবে সেই থানার পুলিশকে নিতে হবে দ্রুত ব্যবস্থা।

সোমবার রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে নবান্নে স্বরাষ্ট্রসচিব মুখ্যসচিব এবং জেলার পুলিশ সুপারদের নিয়ে বৈঠকে এ কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। উল্লেখ্য সোমবারের বৈঠক থেকে, রাজ্যের চার জেলা পুলিশ সুপার মুখ্যমন্ত্রীর কোপে পড়েছেন। সীমান্তবর্তী অঞ্চল দিয়ে যেভাবে অপরাধীরা ঢুকে অপরাধ করে পালিয়ে যাচ্ছে সে ব্যাপারে পুলিশ প্রশাসনের কোনও নজর নেই কেন?

এই প্রশ্ন যেমন তোলা হয়েছে ঠিক তেমনই বেশ কয়েকটি বিষয়ে গুরুত্বসহকারে নজর দেওয়ার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। উল্লেখ গত সপ্তাহের বুধবার হায়দরাবাদের তরুণী পশু চিকিত্সকের ওপর যে নারকীয় অত্যাচার হয়েছে তার প্রতিবাদে ইতিমধ্যেই পথে নেমেছেন সাধারণ মানুষ। এক হর্ন রিপোর্ট বিভিন্ন রাজ্যে মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে।সেই তালিকায় নাম জুড়ল পশ্চিমবঙ্গে।


সম্পর্কিত খবর