NEET পরীক্ষার্থীদের জন্য সুখবর! ১২ তারিখ লকডাউনে হবে না জানিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়

বাংলাহান্ট ডেস্কঃ NEET ছাত্রিছাত্রীদের কথা মাথায় রেখে ১২ তারিখের লকডাউন হবে না জানিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (mamata Banerjee) । তবে সমস্ত নিয়ম মেনেই ১১ তারিখের লকডাউন পালন করা হবে। রাজ্যের ৩৭ হাজার পরীক্ষার্থীর অসুবিধার কথা চিন্তা করেই এই সিদ্ধান্ত নিল রাজ্য।

exam 1

অন্যান্য অনেক সর্বভারতীয় পরীক্ষার মত নীট পরীক্ষাও পরীক্ষার্থীর বাড়ি থেকে বেশ কিছুটা দূরে পড়ে৷ কোনো কোনো ক্ষেত্রে সেই দূরত্ব হয়ে যায় ২০০ কিমি বা তার বেশী৷ আগের দুদিন লকডাউন থাকায় আগে গিয়ে পরীক্ষা কেন্দ্রের কাছে থাকার উপায় ছিল না পরীক্ষার্থীদের। পাশাপাশি সুযোগ বুঝে গাড়িভাড়াও চাওয়া হচ্ছিল আকাশছোঁয়া। এবার এই সব সমস্যার সমাধান করে দিল সরকার।

IMG 20200910 141216

এর আগে বিভিন্ন পুজো পার্বন উপলক্ষ্যে লকডাউনের দিন বদল করেছিল রাজ্য সরকার। কিন্তু নীটের মত পরীক্ষার আগে পর পর দুদিন লকডাউন থাকলেও কেন তা বদল করা হল না, তা নিয়ে প্রশ্ন তুলেছিল পরীক্ষার্থী ও অভিভাবকদের একাংশ।

এই সমস্যা আরো বাড়িয়েছিল নীট এর রিপোর্টিং টাইম। ভিড় এড়াতে রিপোর্টিং টাইম কারো সকাল ১১টা , কারও সাড়ে ১১টা, কারও বা ১২টা। পরীক্ষা চলবে বিকেল ৫টা পর্যন্ত। অস্বাভাবিক এই রিপোর্টিং টাইমও পরীক্ষার্থীদের সমস্যার অন্যতম কারন। তবে এই মুহুর্তে লকডাউন না থাকায় সমস্যা কিছুটা কমবে আশা করা হচ্ছে।

অন্যদিকে, ১৩ তারিখ NEET ছাত্রছাত্রীদের জন্য চালানো হবে ৬৬ টি স্পেশাল ট্রেন। সকাল ১১ টা থেকে রাত ৭ টা পর্যন্ত চলবে এই মেট্রোগুলি। যে সব ছাত্রছাত্রী ও তাদের পরিবারের কাছে স্মার্ট কার্ড নেই তারা মেট্রোর টিকিট কাউন্টার থেকে টিকিট কাটতে পারবে। যদিও প্লাস্টিকের টোকেনের বদলে তাদের দেওয়া হবে কাগজের টিকিট।

 

সম্পর্কিত খবর