বাংলাহান্ট ডেস্কঃ ভারতীয়রা (India) চাইনিজ প্রোডাক্ট ছাড়তে পারবে না, এমনটা দাবী করল চীনের (China) এক সংবাদ মাধ্যম। তারা জানাল, ভারতীয়রা যতই চীনা দ্রব্য বর্জন করতে বলুক না কেন, তারা সেটা পারবে না।
চীনের করোনা ভাইরাসের জেরে নাজেহাল হয়ে রয়েছে গোটা বিশ্ব। দিনে দিনে বেড়েই চলেছে আক্রান্ত এবং মৃতের সংখ্যা। বর্তমানে আক্রান্তের সংখ্যার নিরিখে ভারত উঠে এসেছে ষষ্ঠ স্থানে।
একদিকে করোনা ভাইরাস, আবার অন্যদিকে সীমান্ত এলাকায় চীন সেনার অবাঞ্ছিত সংঘর্ষের জেরে জেরবার ভারত সরকার। এই সময় গোটা ভারতবাসী চাইছে চীনের সঙ্গে কোনরকম সম্পর্ক না রাখতে। শুধু ভারতই নয়, বিশ্বের আরও অনেক দেশ বর্তমানে চীনের সঙ্গে কোনপ্রকার সম্পর্ক রাখতে নারাজ। ব্যবসায়িক সম্পর্ক চুকিয়ে দিতে, চীন থেকে সরিয়ে আনছে কোম্পানিদের। ভারতে বাড়ছে কোম্পানির সংখ্যা।
বর্তমান পরিস্থিতিতে ভারতবাসী সমর রকম চীনা দ্রব্য বর্জনের দিকে মনোনিবেশ করছে, ঝুঁকছে দেশীয় পণ্যের প্রতি। চাইনিজ দ্রব্য এমনকি চীনা অ্যাপও বর্জন করতে চাইছে ভারতের নাগরিক। এই নিয়ে গ্লোবাল টাইমসের (Global Times) সংবাদে চীনের এক প্রতিবেদন থেকে যানা যায়, ভারতবর্ষ কখনই চীনের দ্রব্য বর্জন করতে পারবে না। চীনা দ্রব্যগুলি তাঁদের দৈনন্দিন জীবনের সঙ্গে ওতপ্রতোভাবে জড়িয়ে রয়েছে। যতই বয়কটের কথা বলুক না কেন, তারা চীনা দ্রব্য ছাড়তে পারবেই না।