এবার পুজোয় আর পাতে উঠবে না ডিমভরা ইলিশ! ভরা শ্রাবণে রূপোলি শষ্য নিয়ে এল বড় আপডেট

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : ভরা শ্রাবণে ইলিশ মাছ (Hilsa Fish) নিয়ে এবার বড় সিদ্ধান্ত নিল দিঘার মৎস্য ব্যবসায়ীরা। বর্ষাকালে ইলিশের চাহিদা থাকে বরাবরই। তবে নিষেধাজ্ঞা সত্ত্বেও খোকা ইলিশ ধরা হচ্ছে প্রচুর। তাই এবার মাছের প্রজনন রক্ষার্থে বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে দিঘা ফিশারম্যান ফিশ ট্রেডার্স অ্যাসোসিয়েশনের তরফে। খোকা ইলিশের (Hilsa Fish) মতো ছোট মাছ যাতে শিকার না হয় সেকথা মাথায় রেখেই নেওয়া হয়েছে পদক্ষেপ।

ইলিশ (Hilsa Fish) শিকার নিয়ে বৈঠকে বড় সিদ্ধান্ত

শুক্রবার দিঘার মৎস্যজীবীদের সঙ্গে ট্রলার মালিক এবং দিঘার ফিশারম্যান ফ্রি স্টেটাস অ্যাসোসিয়েশনের একটি বৈঠক করা হয়। অ্যাসোসিয়েশনের সভাপতি থেকে রাজ্যের শিল্প বাণিজ্য দফতরের দায়িত্বে থাকা আধিকারিকরা উপস্থিত ছিলেন বৈঠকে। পাশাপাশি বহু মৎস্যজীবীরাও এদিন বৈঠকে যোগ দেন।

No more hilsa fish with eggs will be available

কী অভিযোগ উঠেছে: অনেকদিন ধরেই অভিযোগ করা হচ্ছিল, জালে প্রচুর খোকা ইলিশ (Hilsa Fish), ধানি মাছ, ডিমসহ ইলিশ মাছ ধরা পড়ছে। মূলত যে জাল দিয়ে মাছ ধরা হয় তার জন্যই এমনটা হচ্ছিল। তাই বৈঠকে মাছ ধরার ক্ষেত্রে ডায়মন্ড নেটের পরিবর্তে স্কোয়ার নেট ব্যবহারের উপরে জোর দেওয়া হয়। বৈঠকে বলা হয়েছে, ১৫ ই সেপ্টেম্বরের মধ্যে সমস্ত ট্রলার মালিকদের স্কোয়ার জাল ব্যবহার করতে পারে।

আরও পড়ুন : সস্তায় দুবাইকেও টেক্কা দেবে এই দেশ, যে গয়না পরছেন সেই সোনা কোথা থেকে আসে জানেন?

বৈঠকে বড় সিদ্ধান্ত: এ বিষয়ে মৎস্য ব্যবসায়ীদের সভাপতি বলেন, পরীক্ষামূলক ভাবে স্কোয়ার নেট ব্যবহার করে দেখা হয়েছে। তাতে ছোট মাছ (Hilsa Fish) ধরা পড়ছে না বলেই দেখা গিয়েছে। উল্লেখ্য, পশ্চিমবঙ্গ ছাড়াও ওড়িশা, অন্ধ্রপ্রদেশের মতো রাজ্যে ব্যবহার করা হচ্ছে এই ধরণের জাল। মৎস্যজীবীদের মতে, সমগ্র দেশেই এই ধরণের জাল ব্যবহার শুরু হলে ছোট মাছগুলি শিকার বন্ধ হবে। সেই মাছগুলি সমুদ্রেই থেকে বড় হবে এবং পরে সেগুলি জালে ধরা পড়বে।

আরও পড়ুন : পুজোয় ঘুরতে যাবেন? টিকিটে বাম্পার ছাড় দিচ্ছে রেল! কতদিন চলবে অফার?

সবদিক বিচার করেই স্কোয়ার নেট ব্যবহারের উপরে জোর দেওয়া হচ্ছে। মৎস্যজীবীরাও আগামীতে এই জাল ব্যবহারের গুরুত্ব বুঝবে বলেই মনে করা হচ্ছে। তাহলে রক্ষা পাবে ছোট এবং ডিমভরা মাছগুলি। প্রসঙ্গত, স্কোয়ার নেট ব্যবহার শুরু হলে ডিমভরা ইলিশ ধরাও বন্ধ হয়ে যাবে। স্বাদে কিছুটা খাটো হলেও ডিমভরা ইলিশের চাহিদা দেখার মতো। কিন্তু এবার সেই ইলিশ আর মিলবে না জেনে কিছুটা মুষড়ে পড়েছেন ভোজনরসিকরা।