RBI-এর নিয়মের জেরে এই ব্যাঙ্ক থেকে আর তোলা যাবে না ৫০ হাজারের বেশি টাকা! আপনার অ্যাকাউন্ট নেই তো?

বাংলা হান্ট ডেস্ক: ব্যাঙ্ক (Bank) হল এমনই একটি প্রতিষ্ঠান যেখানে প্রত্যেকেই নিজেদের উপার্জিত অর্থ সঞ্চয় করে রাখেন। পাশাপাশি, বর্তমানে টাকা জমা রাখার ক্ষেত্রে অন্যতম সুরক্ষিত মাধ্যমও হয়ে উঠেছে ব্যাঙ্কিং পরিষেবা। এদিকে, গ্রাহকদের সুবিধার্থে ব্যাঙ্কের প্রতিটি কাজকর্ম এবং পদক্ষেপের উপর কড়া দৃষ্টি থাকে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের (Reserve Bank Of India)।

সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, যখনই একটি ব্যাঙ্ক কোনো নিয়ম অমান্য করে ফেলে সেক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যাঙ্ককে সতর্ক করে দেয় কেন্দ্রীয় ব্যাঙ্ক। শুধু তাই নয়, কিছু কিছু ক্ষেত্রে আবার জরিমানা এমনকি লাইসেন্সও বাতিল করে দেওয়া হয়। মূলত, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া দেশের প্রতিটি ব্যাঙ্কের উপর নজরদারি চালানোর ক্ষেত্রে এবং সাধারণ মানুষদের সঞ্চিত অর্থ যাতে আরও সুরক্ষিত করার যায় সেই লক্ষ্যে একাধিক নিয়ম জারি করেছে। যেগুলি দেশের প্রতিটি ব্যাঙ্ককেই মেনে চলতে হয়।

প্রায়শই দেখা যায় যে, RBI কিছু ব্যাঙ্কের ক্ষেত্রে সাময়িকভাবে আর্থিক লেনদেন বন্ধ করেছে। আবার কোনো কোনো ক্ষেত্রে টাকা তোলার উর্ধ্বসীমাও বেঁধে দেওয়া হয়। এবার ঠিক সেই রকমই এক ঘটনা ঘটেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, এবার আরও একটি ব্যাঙ্কের ক্ষেত্রে টাকা তোলার উর্ধ্বসীমা বেঁধে দেওয়া হয়েছে।

মূলত, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে এবার গ্রাহকদের স্বার্থে বেঙ্গালুরুর ন্যাশনাল কো-অপারেটিভ ব্যাঙ্কের ক্ষেত্রে টাকা তোলার উর্ধ্বসীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে। অর্থাৎ, যাঁদের এই ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে তাঁরা কেন্দ্রীয় ব্যাঙ্কের নির্ধারণ করে দেওয়া উর্ধ্বসীমার উপর আর এখন টাকা তুলতে পারবেন না। শুধু তাই নয়, যতদিন পর্যন্ত এই নিয়ম বহাল থাকছে ততদিন গ্রাহকদের টাকা তোলার সময়ে উর্ধ্বসীমার বিষয়ে সতর্ক থাকতে হবে।

এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে গত ২৪ জুলাই সংশ্লিষ্ট ব্যাঙ্কের জন্য এই নিয়ম কার্যকর করা হয়েছে। যেটি আগামী ছয় মাসের জন্য জারি থাকবে। এমতাবস্থায়, পরবর্তী পরিস্থিতি বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলেও জানা গিয়েছে। এছাড়াও, এই ব্যাঙ্ককে এখন নতুন করে আর কোনো ঋণ ইস্যু করার ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পাশাপাশি, RBI-এর অনুমতি ছাড়া এখন আর কোনো টাকা ডিপোজিটও করা যাবে না।

 No more than 50 thousand rupees can be withdrawn from this bank

টাকা তোলার ক্ষেত্রে উর্ধ্বসীমা: জানা গিয়েছে, RBI-এর তরফে ন্যাশনাল কো-অপারেটিভ ব্যাঙ্কের আর্থিক পরিস্থিতির কথা মাথায় রেখে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উল্লেখ্য যে, কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুতে সংশ্লিষ্ট ব্যাঙ্কটির ১৩ টি শাখা রয়েছে। এমতাবস্থায়, ওই ব্যাঙ্কে যাঁদের অ্যাকাউন্ট রয়েছে তাঁরা এখন থেকে আর ৫০,০০০ টাকার বেশি টাকা তুলতে পারবেন না।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর