বাংলা হান্ট ডেস্ক ঃ
গতকাল নবান্নে মুখ্যমন্ত্রীর ঘোষণা করেন এখনও কোন পে কমিশনের বৈঠক হয়নি এবং সরকারের কোষাগারে টাকা নেই অর্থাৎ কবে পে কমিশন পাবে সরকারি কর্মচারীরা তা এখনো সুনির্দিষ্ট কোনো সময় জানা যায়নি। মুখ্যমন্ত্রী জানিয়েছেন ডিসেম্বরের দিকে যদি সরকারি কোষাগার টাকা আসে তাহলে পে কমিশন দেওয়া হবে।
মুখ্যমন্ত্রীর এই মন্তব্য পর ছাত্রছাত্রীরা বা সরকারি কর্মচারীরা তারা ফের আন্দোলনে নামবেন বলে সূত্র মারফৎ জানা যাচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন কোন সরকারি প্রকল্প কে বন্ধ রেখে পে কমিশন দেওয়া হবে না অর্থাৎ এখনই পে কমিশন পাচ্ছেন না সরকারি কর্মচারীরা।
মুখ্যমন্ত্রী ও দাবি করেন ভোটের আগে পে কমিশনের নামে কেউ কেউ রাজনীতি করেছে আমরা সঠিক উপায় তাদের জবাব দেবো। ভোটের আগে বিরোধীরা দাবি করেছেন সরকারি কর্মচারীরা কেন পে কমিশন পাচ্ছেন না তারা কেন বঞ্চিত হচ্ছে? সেই নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন এখন দেখার বিষয় কবে সরকারি কর্মচারীরা তাদের ন্যায্য পে কমিশনের টাকা কবে পায়।