বাংলা হান্ট ডেস্ক : বিগত প্রায় এক মাসেরও বেশি সময় ধরে বিতর্কের কেন্দ্রবিন্দু হয়ে আছে সন্দেশখালি (Sandeshkhali)। প্রথমে ইডি (Enforcement Directorate) পেটানোর ঘটনা আর এখন তো সন্দেশখালি রীতিমত জ্বলছে। গত তিনদিন ধরে নিজেদের উপর হওয়া অকথ্য অত্যাচারের প্রতিবাদে রাস্তায় নেমেছে সন্দেশখালির মহিলারা। তাদের অভিযোগ একটা নয়, বরং একাধিক। আর এমন পরিস্থিতিতে রিলসে মজেছেন নুসরাত জাহান (Nusrat Jahan)।
একদিকে নুসরাত জাহান সোশ্যাল মিডিয়ায় ব্যস্ত ভালোবাসার সপ্তাহ উদযাপনে, অন্যদিকে তারই বোনুয়া মিমি চক্রবর্তী ব্যস্ত ফটোশুটে। যা দেখে নেটিজনরা কটাক্ষ করে বলছেন, ‘সন্দেশখালির এই পরিস্থিতিতে এভাবেই তো নিজেদের দায়িত্ব সামলাচ্ছেন তারকা সাংসদরা।’ আসলে, বিগত কয়েকদিন ধরে সন্দেশখালি নিয়ে তোলপাড় হয়ে গেলেও নিজের এলাকার অশান্তি নিয়ে কোথাও একটি শব্দও খরচ করেননি নুসরাত।
যে কারণে স্বাভাবিকভাবেই সাংসদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন আম জনতা। এমন একটা পরিস্থিতিতে যেখানে গোটা বাংলার মানুষের মন অশান্ত সেখানে তিনি ঐ এলাকার সাংসদ হয়ে কীভাবে ভালোবাসার সপ্তাহ পালন করছেন সেটাই ভেবে পাচ্ছেনা সাধারণ মানুষ। সন্দেশখালির নিপীড়িত মহিলাদের পাশে দাঁড়ানোর জায়গায় ভালোবাসার সপ্তাহ জুড়ে বিভিন্ন রকমের ছবি, ভিডিও পোস্ট করছেন নিজের ইনস্টাগ্রামে।
আরও পড়ুন : KYC নিয়ে নয়া গাইডলাইন RBI-র, এই নির্দেশিকা না মানলেই পড়তে হবে বড় বিপদে
প্রসঙ্গত উল্লেখ্য, এই ঘটনার সূত্রপাত ঘটে গত মাসে শেখ শাহজাহানের বাড়িতে ইডি তল্লাশিকে কেন্দ্র করে। তৃণমূলের গুণ্ডা শেখ শাহজাহানের বাড়ি তল্লাশি করতে গিয়ে তার অনুগামীদের হাতে আক্রান্ত হন ইডি আধিকারিকরা। তারপর থেকে প্রায় এক মাসেরও বেশি সময় ধরে ফেরার রয়েছেন তিনি। এমন পরিস্থিতিতে বুকে বল পেয়েছে এলাকার অত্যাচারিত মানুষজন। লাঠিসোঁটা হাতে রাস্তায় নেমে এসেছে শাহজাহান ও তার সাগরেদদের গ্রেপ্তারির দাবিতে।
আরও পড়ুন : সন্দেশখালি কাণ্ডে নয়া মোড়, গ্রেফতার প্রাক্তন CPM বিধায়ক! থানা ঘেরাওয়ের হুমকি সেলিমের
View this post on Instagram
ক্যামেরার সামনে শোনাচ্ছেন কিভাবে শেখ শাহজাহানের অনুগামীরা তাদের পরিবারের মেয়ে, বৌদের তুলে নিয়ে যেত। রাতের পর রাত চলতি অকথ্য অত্যাচার, ধর্ষণ। প্রতিবাদ করলেই জুটত মার। তারা বলছেন, কীভাবে তাদের কাজ করিয়ে টাকা দেওয়া হয় না, অবৈধভাবে কেড়ে নেওয়া হয় জমি। এইদিন একের পর এক পোলট্রি ফার্মে আগুন ধরিয়ে দেন উত্তেজিত জনতা। পরিস্থিতিতে সামলাতে জারি হয় ১৪৪ ধারা। এতকিছুর মধ্যেও দেখা নেই সাংসদ নুসরাত জাহানের।
আরও পড়ুন : অপেক্ষার ২ মাস, তুফান গতিতে ছুটবে বন্দে মেট্রো, বাংলার কোন রুটে মিলবে পরিষেবা? এল বড় আপডেট
সম্প্রতি বিমানবন্দরে তাকে এ বিষয়ে প্রশ্ন করা হলে সম্পূর্ণভাবে সেটি এড়িয়ে যান। যদিও সোশ্যাল মিডিয়ায় তিনি যথেষ্ট অ্যাকটিভ, ভালোবাসার সপ্তাহে ক্রমাগত ছবি, ভিডিও পোস্ট করে চলেছেন তিনি। ‘প্রমিস ডে’ উপলক্ষ্যে একটি রিলস ভিডিও পোস্ট করতেই রে রে করে এসেছে তার ভক্তরাই। ভোটের সময় এলাকাবাসীর উদ্দেশ্যে যে ‘প্রমিস’ তিনি করেছিলেন সেই ‘প্রমিস’র কী হল? জানতে চাইছে আমি জনতা। তাতেই তেঁতে লাল হয়ে উঠেছে নেটিজনদের একাংশও। তিনি কোন অধিকারে বেতন তোলেন? প্রশ্ন তুলেছেন নেট নাগরিকদের একাংশ। কেউ কেউ তো তার পদত্যাগের দাবিতেও সরব হয়েছেন।