বাংলাহান্ট ডেস্কঃ বাড়ি থেকে বাইরে পা দিতেই, কপালে চিন্তার রেখা ফুটে উঠছে মধ্যবিত্তের। একদিকে সবজি বাজার অগ্নিমূল্য, অন্যদিকে পেট্রোল ডিজেলের দাম আকাশছোঁয়া। কমার তো সম্ভাবনাই নেই, উলটে তরতর করে এগিয়ে চলেছে পেট্রোল ডিজেলের দাম। রাস্তায় বেরোতেই নাভিশ্বাস উঠে যাচ্ছে সাধারণ মধ্যবিত্তের।
এখানেই শেষ নয়, ঘরেও আগুন জ্বলছে দাউ দাউ করে। নিত্য দিন বেড়েই চলেছে রান্নার গ্যাসের দাম। মধ্যবিত্তের হেঁশেলে আগুন ধরার বদলে, তা মাথায় জ্বলতে শুরু করেছে। কোনভাবেই কমছে না বাজার মূল্য। রোজগার কমলেও, ক্রমাগত উর্দ্ধমুখী হচ্ছে বাজার মূল্য।
দেশের এই পরিস্থিতিতে সাধারণ মানুষের হাড়ি চড়ার কথা চিন্তা করে এবার প্রতিবাদে রাস্তায় নামল কলকাতার অখিল ভারতীয় নবনির্মাণ সেনা নামক সমাজকর্মীরা। তাঁদের দাবি, কেন্দ্রের ক্ষমতায় থাকা বিজেপি সরকার, সাধারণ মানুষের কথা ভাবে না। কেন্দ্র সরকার শুধুমাত্র এক শ্রেণির মানুষের কথা চিন্তা করে, তাঁদের উদ্দেশ্যেই প্রকল্প চালু করে।
কেন্দ্রের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেই আগামী দিনে দেশনেত্রী হিসেবে দেখার আর্জি জানিয়ে, পার্ক সার্কাস সেভেন পয়েন্ট সংলগ্ন একটি পেট্রোল পাম্পে শনিবার এক অভিনব প্রতিবাদ দেখালেন এই সমাজকর্মীরা। আগামী লোকসভা নির্বাচনে যারাই বিজেপিকে ভোট না দেওয়ার অঙ্গীকার করলেন, তাঁদের দিলেন বিনামূল্যে পেট্রোল। এমনকি তাঁদের ঋণ বা লোন নেওয়ার প্রয়োজন হলে, তাও ব্যবস্থা করে দেওয়ার কথাও বললেন তাঁরা।
এই কাজের বিষয়ে সমাজকর্মীদের সংগঠনের সভাপতি বুম্বা মুখোপাধ্যায় জানিয়েছেন, ‘একাধিক রাষ্ট্রায়ত্ত শিল্প সংস্থা বিলগ্নিকরণের মাধ্যমে বিজেপি সরকার দেশকে শেষের দিকে এগিয়ে দিচ্ছে। ধনীরা হচ্ছে আরো ধনী এবং মধ্যবিত্তরা পড়ছে আরও সমস্যায়’।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেই আগামী দিনে দেশনেত্রী হিসেবে দেখার কথা বলে তাঁরা বলেন, ‘করোনা আবহে আমরা দেখেছি কিভাবে রেশন সামগ্রী থেকে শুরু করে নানান ভাবে নিম্নবিত্তদের পাশে দাঁড়িয়ে ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এই মমতা সরকারই যেন নতুন ভারতের স্বপ্ন দেখাচ্ছে’।