‘নো ভোট টু মমতা” অভিযানে বড় অক্সিজেন পেলেন শুভেন্দু, সাহায্যে এগিয়ে এল প্রবাসী ভারতীয়রা

বাংলা হান্ট ডেস্ক : এই মুহুর্তে তৃণমূল (TMC) বিরোধী প্রচারে বিজেপির (BJP) সবচেয়ে বড় মুখ হয়ে উঠেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। দিঘা হোক বা কাঁথি বা নন্দিগ্রাম, শুভেন্দুর প্রত্যেকটি জনসভায় জনসমাগম হচ্ছে চোখে পড়ার মতো। আর যেখানেই তিনি যাচ্ছেন সেখানেই কয়লা পাচার, গরু পাচার, শিক্ষক নিয়োগে দুর্নীতির মতো একাধিক বিষয়ে তৃণমূল কংগ্রেসকে রীতিমতো তুলোধোনা করছেন নন্দিগ্রামের বিধায়ক।

এদিন আরও একটি জনসভা করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবার তাঁর গন্তব্য ছিল জামালপুর। এদিনের সভার ব্যবস্থাপনায় ছিলেন প্রবাসী ভারতীয় কমিটির সদস্য শুভজিৎ বন্দ্যোপাধ্যায়। তাঁরই গ্রামের বাড়িতে অনুষ্ঠিত হয় এই সভা। জনসমাগম বাকি সভাগুলির থেকে কিছুটা কম হলেও উপস্থিত জনতার উন্মাদনা ছিল দেখার মতো। সভাস্থল থেকে প্রায় ১৩ কিলোমিটার দূরে একটি জায়গায় কনভয় থেকে নেমে পড়েন শুভেন্দু। সেখান থেকে বিজেপি সমর্থকরা বিরাট বাইক মিছিল করে শুভেন্দুকে হাজির করেন সভাস্থলে।

suvendu 2

এই বাইক মিছিলে যোগ দেন প্রায় কয়েকশ বাইক আরোহী। সামনে বিজেপির পতাকা এবং মুখে স্লোগান ‘শুভেন্দু অধিকারী জিন্দাবাদ’। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল, এই সভাতে যোগ দেওয়া সমস্ত বিজেপি কর্মী-সমর্থকদের পোশাক ছিল একই রকম।

ভাইরাল হওয়া ছবিতে দেখা যাচ্ছে, বিজেপির কর্মী ও সমর্থকরা সাদা রঙের গেঞ্জি পরে রয়েছেন। সেই গেঞ্জির সামনে লেখা রয়েছে ‘নো ভোট টু মমতা’। এবং নীল রঙের মমতা লেখাটি কাটা হয়েছে লাল রঙ দিয়ে। অর্থাৎ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে মানুষ যাতে কোনও ভাবেই ভোট না দেন তাই ছিল এই সভার প্রধান উদ্দেশ্য।

পদ্ম শিবিরের সমর্থকরা যে পোশাক পরেছিলেন তার আরও একটি বিশেষত্ব রয়েছে। এই গেঞ্জির পিছনের দিকে আঁকা ছিল গেরুয়া রঙের পশ্চিমবঙ্গের মানচিত্র। তার সামনে নীলচে সাদা রঙের পাজামা পাঞ্জাবী পরা শুভেন্দু অধিকারীর ছবি। নীল রঙের মোদি জ্যাকেট পরে কাঁধে বিজেপির পতাকা নিয়ে সদর্পে হেঁটে আসছেন রাজ্যের বিরোধী দলনেতা।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর