ভিড় ট্রেনে গুঁতোগুঁতির দিন শেষ, বারাসত পর্যন্ত চালু হচ্ছে মেট্রো! কবে উদ্বোধন?

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : একের পর এক সুখবর আসছে কলকাতা মেট্রোর (Kolkata Metro) তরফে। শহর এবং শহরতলির বিভিন্ন জায়গাকে একসূত্রে বাঁধতে বিভিন্ন রুটে চালু হচ্ছে মেট্রোরেল। এবার নোয়াপাড়া থেকে বারাসত পর্যন্ত জুড়ে যাচ্ছে মেট্রো (Kolkata Metro) পথে। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে কাজ। মধ্যমগ্রামের চারটি এবং বারাসতের পাঁচটি এলাকায় মাটি পরীক্ষা করতে পুরসভার কাছে অনুমতি চাওয়া হয়েছে বলে খবর।

নোয়াপাড়া থেকে বারাসত জুড়ে যাচ্ছে মেট্রো (Kolkata Metro) পথে

মেট্রো রেল সূত্রে খবর, এই মেট্রো (Kolkata Metro) পথটিকে দুভাগে ভাগ করা হয়েছে। প্রথম অংশে রয়েছে নোয়াপাড়া স্টেশন, দমদম ক্যান্টনমেন্ট, যশোর রোড, বিরাটি এবং মাইকেলনগর। দ্বিতীয় অংশটি রয়েছে মাইকেলনগর থেকে বারাসত পর্যন্ত। প্রথম অংশে নোয়াপাড়া এবং দমদম ক্যান্টনমেন্ট স্টেশন দুটি উত্তোলিত এবং বাকিটা পাতাল পথে হবে বলে খবর।

Noapara to barasat is going to be connected by Kolkata Metro

মাইকেলনগর থেকে কীভাবে এগোবে মেট্রো: উল্লেখ্য, মাইকেল নগর থেকে বারাসত পর্যন্ত অংশে জমিজটের কারণে এতদিন কাজ এগোনোয় সমস্যা ছিল। মোট ১১.৮৫ কিমি দৈর্ঘ্যের এই অংশটি শুরু হচ্ছে মাইকেলনগর থেকে গঙ্গানগর কাটাখালের নীচ থেকে। তারপর ভূগর্ভস্থ পথে মধ্যমগ্রাম স্কাউট গ্রাউন্ড হয়ে যশোর রোডের সমান্তরাল হয়ে বারাসতের পূর্বাচল ছুঁয়ে কেএনসি রোড ধরে কাছারি মাঠ হয়ে পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের বর্ণালী সংঘ ছুঁয়ে লোকশেড হয়ে সুরিপুকুরে শেষ হচ্ছে। এই অংশে উত্তোলিত পথে বিমানবন্দর কর্তৃপক্ষ আপত্তি জানিয়েছিল। তাই এই পুরো অংশটাই ভূগর্ভস্থ পথে (Kolkata Metro) হবে বলে ঠিক হয়।

আরও পড়ুন : চিংড়ি রপ্তানিতে আকাল! মার্কিন প্রেসিডেন্টের শুল্ক ধাক্কায় ক্ষতির মুখে দিঘার ব্যবসায়ীরা

শুরু হবে কাজ: মেট্রোরেলের (Kolkata Metro) রক্ষণাবেক্ষণ করতে ভূগর্ভস্থ পথে জয়পুরে ডিপো তৈরির পরিকল্পনাও করা হয়েছে বলে খবর। সয়েল টেস্টের অনুমতি মিলতেই কাজ শুরু হবে বলে জানা যাচ্ছে। এ বিষয়ে বারাসত পুরসভার চেয়ারম্যান জানান, সয়েল টেস্টের অনুমতি দেওয়া হয়েছে। ২০৩০ সালকে টার্গেট করেই মেট্রো রেল (Kolkata Metro) কর্তৃপক্ষ এগোচ্ছে বলে খবর। অবশ্য নোয়াপাড়া থেকে মাইকেলনগর পর্যন্ত ইয়েলো লাইনের পরিষেবা আগামী বছর থেকেই চালু হয়ে যাবে বলে খবর।

আরও পড়ুন : ৯ বছর পর দেবের কাছে ফিরেছেন শুভশ্রী, মুক্তির আগেই টলিউডে রেকর্ড ‘ধূমকেতু’র

প্রসঙ্গত, ২০১০-১১ সালে বারাসত-নোয়াপাড়া মেট্রোর ঘোষণা করেছিলেন তৎকালীন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মূলত শিয়ালদহ-বনগাঁ শাখায় ট্রেনে ভিড় কমানো এবং বিমানবন্দর থেকে ১২ নম্বর জাতীয় সড়কের যানজট কমাতেই এই মেট্রো পথ তৈরি হচ্ছে বলে খবর।