নোবিতা আর শিজুকার বিয়ে, ছোটবেলার স্মৃতির কথা মনে করেই ইমোশনাল হল ফ্যানেরা

বাংলা হান্ট ডেস্কঃ ভারতে সবথেকে বিখ্যাত কার্টুন শো গুলোর মধ্যে ‘ডোরেমন” এর নাম সবার আগে আসে। ফুজিকো ফুজিও দ্বারা এই কার্টুন ক্যারেকটার একটি বিড়াল, যে ভবিষ্যৎ থেকে এসেছিল। কার্টুন প্রেমীরা যেমন ভাবে ডোরেমনকে ভালোবাসে, ঠিক তেমন ভাবেই যার বাড়িতে ডোরেমন থাকে, তাকেও খুব ভালোবাসে। আমরা কথা বলছি নোবিতার। দীর্ঘদিন ধরে বাচ্চা আর বড়দের মনোরঞ্জন করা

নোবিতা সবসময় তাঁর বন্ধু শিজুকাকে ইমপ্রেস করার কাজ করে। অনেকবার দুজনের মধ্যে ঝগড়াও হয়েছে, কিন্তু এরপরেও ডোরেমন, শিজুকা আর নোবিতার মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। যদিও এখন তাঁরা অনেক বড় হয়েছে, আর গল্প এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নতুন সিনেমায় নোবিতা আর শিজুকার বিয়ে দেখানো হবে। ২০১৪ সালে মুক্তি পাওয়া ডোরেমন সিনেমার সিকুয়েলের নাম ‘Stand by Me Doraemon 2″ হবে।

প্রথম পর্বে নোবিতা এবং ডোরেমনের প্রথম সাক্ষাত এবং তাদের দুঃসাহসিক কাজ সম্পর্কে দেখানো হয়েছিল। দ্বিতীয় পর্বে হবে নোবিতাঁর বাল্যবন্ধু শিজুওকার সাথে বিবাহ সম্পর্কে দেখানো হবে। ২০২০ সালে এই সিনেমা জাপানে মুক্তি পেয়ে গিয়েছে। ২০২১ এ ইন্দোনেশিয়ায় এই সিনেমা মুক্তি পাবে।

CBI পিকচার্স এই খবর ট্যুইটারে শেয়ার করে। আর এরপর থেকেই সোশ্যাল মিডিয়ায় নোবিতা আর শিজুকা ট্রেন্ড হতে থাকে। এই কার্টুন ক্যারেকটারকে পছন্দ করা কোটি কোটি ফ্যান সোশ্যাল মিডিয়ায় নিজের ইমোশন শেয়ার করছে।

একজন লেখেন, ‘যখন এই সিনেমা মুক্তি পাবে, তখন শেষ বারের মতো আমি আমার ছোটবেলার দিন গুলোতে বেঁচে উঠব। যখন আমি নোবিতা আর শিজুকার বিয়ে দেখব, তখন আমার চোখে জল থাকবে। এর সাথে সাথে ডোরেমনের বয়সেও অনেক ফারক থাকবে। চারিদিকেই নোবিতা, ডোরেমনের ফ্যানরা এই সিনেমার পোস্টার জারি হতেই ইমোশনাল কমেন্ট করছে।

Koushik Dutta

সম্পর্কিত খবর