‘কেরিয়ার ধ্বংস হয়ে গিয়েছে, বাকি শুধু মৃত্যু’, বিষ্ফোরক পোস্ট সারেগামাপা খ্যাত নোবেলের

বাংলাহান্ট ডেস্ক: আলোচনার কেন্দ্রে থাকতে পছন্দ করেন মইনুল আহসান নোবেল (Noble)। জি বাংলার সারেগামাপাতে অংশ নেওয়ার পর থেকেই জনপ্রিয়তা বাড়ে তাঁর। আর সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ে বিতর্কও। নোবেলের পরিচিতি এখন তাঁর ব্যক্তিগত জীবনের বিতর্কের জেরেই। কখনো নিজের দেশের খ্যাতনামা সঙ্গীতশিল্পীকে অপমান করে, কখনো ভারত এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্পর্কে আপত্তিকর মন্তব্য করে বিপাকে পড়েছেন তিনি। এবার তাঁর পোস্টে মিলল মৃত্যুর ইঙ্গিত।

সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় থাকেন নোবেল। মাঝে মধ্যেই বিভিন্ন বিষয়ে নিজের মনের কথা তুলে ধরেন তিনি। তাঁর সেই সব পোস্টের বিষয়বস্তু নিয়েই শুরু হয় চর্চা। কেউ সমালোচনা করেন, কেউ করেন ট্রোল। কেউ কেউ আবার সহানুভূতিও প্রকাশ করেন। এবার মৃত্যুর কথা লিখলেন নোবেল।

Noble

তিনি লিখেছিলেন, ‘জীবনে সব অপ্রত্যাশিত বিষয়ই ঘটে গিয়েছে। মাদক এবং মদ। আমার মাথায় ৭০ টা সেলাই পড়েছে, আর আমার প্রাক্তন স্ত্রী সেটা নিয়ে খুব খুশি। কেরিয়ার ধ্বংস হয়ে গিয়েছে। শুধু যেটা বাকি আছে সেটা হল মৃত্যু! তোমাকে স্বাগত জানাই প্রিয়, তোমাকে আলিঙ্গন করতে প্রস্তুত’।

নোবেলের পোস্টে অনেকে তাঁকেই দুষেছেন। তাঁদের মতে, কেরিয়ার নষ্ট হওয়ার জন্য তিনি নিজেই দায়ী। নোবেলের গান দুই বাংলার মানুষকেই ছুঁয়েছিল। কিন্তু তাঁর ঔদ্ধত্য, উচ্ছৃঙ্খল জীবন যাপন নষ্ট করে দেয় সবকিছু। এখনো কারণে অকারণে এপার বাংলার মানুষদের অপমান করেন নোবেল, যারা তাকে প্রথম খ্যাতির স্বাদ দিয়েছিল। অনেকেই পরামর্শ দিয়েছেন, নতুন করে জীবনটা শুরু করার জন্য।

কিন্তু পোস্টটি ভাইরাল হতেই মুছে ফেলেন নোবেল। আবারো আগের ফর্মেই ফিরে গিয়েছেন তিনি। তাঁর ব্যক্তিগত জীবন বারেবারে উঠে এসেছে সংবাদ শিরোনামে। সারেগামাপা শেষ হওয়ার পরপর নোবেলের বিরুদ্ধে নারীসঙ্গের অভিযোগ উঠেছিল। তাঁর স্ত্রী সালসাবিলও একই অভিযোগ এনে তাঁকে বিচ্ছেদের নোটিস পাঠিয়েছিলেন।

এতকিছুর পরেও বদলাননি নোবেল। রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে অসম্মানজনক মন্তব্য করে তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন তিনি। কিন্তু কোনো হেলদোল দেখা যায়নি তাঁর। অনেকের মতেই, কোনো রকম মানসিক সমস্যায় ভুগছেন নোবেল। তাঁর মানসিক সুস্থতা সম্পর্কে প্রশ্ন তুলেছেন অনেকেই।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর