বাংলাহান্ট ডেস্কঃ গোটা দেশে মারণ ভাইরাসের (Corona) দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত পরিস্থিতি। আক্রান্ত ও মৃতের সংখ্যা সমান তালে তাল মিলিয়ে ক্রমশ ঊর্ধ্বমুখী। মারণ ভাইরাস মোকাবিলায় বেহাল স্বাস্থ্য পরিষেবাও। এমন পরিস্থিতিতে মারণ ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে অন্তিম অস্ত্র হিসেবে লকডাউনের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী। পাশাপাশি জনসচেতনতাই যে মূল তাও উল্লেখ করেছেন তিনি।
তবে দেশের একাধিক জেলায় করোনা সংক্রমণের হার ব্যাপকভাবে বৃদ্ধি পাওয়ায়, ওই সমস্ত এলাকায় সংক্রমণের চেন ভাঙতে ইতিমধ্যেই লকডাউনের পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। যদিও তার চূড়ান্ত সিদ্ধান্ত সংশ্লিষ্ট রাজ্য গুলির সাথে আলোচনায় করে নেওয়া হবে বলে জানানো হয়। তারই মধ্যে এবার সেই সংক্রমণের চেন ভাঙতে খাস কলকাতায় নেওয়া হলে বড়সড় পদক্ষেপ। কনফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রেড অ্যাসোসিয়েশনের তরফে সিদ্ধান্ত নেওয়া হয় যে, কলকাতার যেসমস্ত বাজার গুলিতে ভিড় হয়, সেই সমস্ত বাজার আজ থেকে রবিবার পর্যন্ত বন্ধ রাখা হবে (Market Closed in Kolkata)।
তবে বন্ধ থাকবে অনাবশ্যক পণ্যের বাজার। তাদের তরফে যে নির্দেশিকা দেওয়াহ য়েছে, তাতে উল্লেখ আছে, এগরা স্ট্রিট, ম্যাঙ্গো লেন, চাঁদনি চক, প্রিন্সপ স্ট্রিট সহ একাধিক বাজার সেই আওতায় আসবে। তবে পোস্তা এবং আরও কিছু বাজার যথারীতি খোলা থাকবে।
CWBTA-র সভাপতি সুশীল পোদ্দার জানান, সংগঠনের সঙ্গে যুক্ত সকল ব্যবসায়ীদেরকে আমরা অনুরোধ জানিয়েছি, আজ থেকে রবিবার পর্যন্ত বাজার বন্ধ রাখতে। মূলত সেই সব বাজার, যেখানে রাজ্যের সর্বত্র থেকে প্রতিদিন মানুষজন আসেন। আর এমনিতেই কলকাতায় আজ ৭টি কেন্দ্রে ভোট চলছে, তাতে বাজার বন্ধই আছে, তারপর করোনার এহেন পরিস্থিতিতে শনি ও রবিবার আগের থেকেই বন্ধ থাকে, শুধুমাত্র মাঝের শুক্রবারটি অতিরিক্ত দিন হিসেবে বাজার বন্ধ (Market Closed) থাকবে।